গ্রামে রাত থেকে হিস-হিস শব্দ, সকালে দেখেই ঘুম ছুটলো গ্রামবাসীদের,গ্রামে যেন শুধুই আতঙ্ক, দেখুন কি এমন ঘটল।

Bangla circle news

গ্রামের পুকুর পাড়ে বিশালাকার পাহাড়ি অজগর সাপ কে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
ইন্ডিয়ান রক পাইথন দেখতে গ্রামবাসীদের ভিড় এলাকায়।


এর আগে অজগর ময়াল দেখেছেন গ্রামবাসীরা তবে এত বড় মাপের অজগর সাপ দেখেননি কেউই। কোথা থেকে এলো, কিভাবে বা এলো? এত বড় আকারের সাপ। তবে গ্রামবাসীদের ধারণা,লাগাতার চলছে বৃষ্টি, একদিকে যেমন বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তেমনি দুর্গাপুর ব্যারেজের ছাড়া জলে জলমগ্ন এলাকা, তাহলে কি দামোদর নদীর জল থেকে উঠে এলো এই সাপ। এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে গ্রামবাসীদের মনে। তবে এত বড় মতের সাব দেখে আতঙ্ক রয়ে যাচ্ছে গ্রামবাসীদের মনে দামোদর নদীর জলে কি নাকি গ্রামে চলে এসেছে কে জানে, মাত্র দুদিন আগে উদ্ধার হয়েছে বর্ধমান থেকে আনাগণ্ডা প্রজাতির সাপ আজ আবার সোনামুখী থেকে উদ্ধার রক পাইথন। গ্রামবাসিদের দাবি গ্রামের একটি পাড়ের ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসে ছিল এই সাপটি হিস হিস শব্দ শুনে গ্রামের মানুষের নজরে পড়ে এত বড় মাপের সাপের, প্রথমে এত বড় মাপের সাপ দেখে ভয় পেয়ে যান গ্রামবাসীরা,এটা কি সাপ কৌতুহল জাগে মনে।


খবর দেয়া হয় গ্রাম বাসীদের তড়িঘড়ি ছুটে আসে এলাকায়। খবর দেয়া হয় সোনামুখী বনদপ্তরে। তৎক্ষণাৎ এলাকায় ভিড় জমায় সাপ দেখতে আসা জনতার, দেখলে মনে হবে গ্রামে যেন কোন পরব লেগে গেছে,এতটাই সাপ দেখতে ভিড়। তবে তড়িঘড়ি বড় দপ্তরের পক্ষ থেকে ছুটে আসা হয় বাঁকুড়ার সোনামুখী ব্লকের নারায়ণ সুন্দরী গ্রামে। পুকুরপাড় থেকে উদ্ধার করা হয় সাপটিকে।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এই সাপটি ইন্ডিয়ান রক পাইথন অর্থাৎ পাহাড়ি অজগর সাপ। প্রায় ১০ থেকে ১২ বছরের বেশি হবে বয়স, বহু পুরাতন সাপ এই সাপ সাধারণত ঠান্ডা স্বভাব চরিত্রের, হাঁস-মুরগি, ব্যাং, ছাগল ভেড়া পশু পাখি,এদের শিকার। এরা নির্বিশ,তবে সুযোগ পেলে মানুষকেও ছাড়ে না।
যাই হোক না কেন বনদপ্তর এই সাপকে নিয়ে পুকুরপাড় থেকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় এলাকায়, যে যার ফিরে যায় বাড়ি।

দেখুন সেই ছবি কি বলছেন বনদপ্তর দেখুন তাহলে।। বাঁকুড়ার সোনামুখী থেকে অরূপ ঘোষের রিপোর্ট বিসিএন বাংলা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *