বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আছড়ে পড়ল আদিবাসীদের বিক্ষোভ। একই দাবিতে মেডিক্যাল কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে ২০২১ সালে নিট কোয়ালিফাই করে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী। সেই ছাত্রী এখন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন। সম্প্রতি তাঁর ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমানিত হয়। আর এরপরই নড়েচড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা। অবিলম্বে ওই ছাত্রীকে বহিস্কার করা এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দেয় আদিবাসীরা। সেই অনুযায়ী আজ বাঁকুড়া শহরে ধামসা মাদল ও প্রথাগত অস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লোকপুর ক্যম্পাসের পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে শহরের মূল প্রবেশ পথে আটকে পড়ে যানবাহন।

আদিবাসী সমাজের দাবি জুহি কোলের এসটি সংশাপত্র বাতিলের পর তাঁকে বহিস্কারের আবেদন জানানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। আদিবাসী সমাজের অভিযোগ অ আদিবাসীদের ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হওয়ার পরেও অভিযুক্তদের ব্যবস্থা না নেওয়া সবকিছুতেই কাজ করছে একটি চক্র। জুহি কোলে সম্পর্কে বিক্ষোভকারীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মাধ্যমে ওই পড়ুয়ার সংশাপত্র যাচাই করে তারপরেই তাঁকে ভর্তি করা হয়েছিল। এখন তাঁর এসটি সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ এলে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে।
পজ্ঞানন কুন্ডু প্রিন্সিপাল
ছবি কাউকে দিয়োনা
Leave a Reply