_*দ্বারকেশ্বর নদে ফের দুর্ঘটনা, সামরোর ব্রিজ বেড়াতে এসে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ার ইন্দাস ও কোতুলপুরে।

আবারো ফের মর্মান্তিক ঘটনা ঘটে গেল দারকেশ্বর নদীতে, এবার স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়ে ঘটনায় মৃত ৯ বছরের শিশু।
বৃহস্পতিবার দুপুরে কোতুলপুর ও ইন্দাস থানার সংযোগকারী সামড়োঘাট ব্রিজের নিচে দ্বারকেশ্বর নদে স্নান করতে নামে চারজন ছাত্র। তারা সকলেই ইন্দাস থানার আমরুল অঞ্চলের বাসিন্দা। স্নানের সময় হঠাৎই জলের তোড়ে তলিয়ে যায় তিনজন ছাত্র।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দু’জনকে কোনওক্রমে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল ৯ বছরের শেখ সলমন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস ও কোতুলপুর থানার পুলিশ ও প্রশাসন।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় শেখ সলমনের নিথর দেহ।
উল্লেখ্য, এই একই দ্বারকেশ্বর নদেই মাত্র দু’দিন আগেই বিষ্ণুপুরের তিন ছাত্র ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার পরেই ফের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদী পারাপার বা স্নানের সময় আরও বেশি সতর্কতা অবলম্বনের দাবি তুলেছেন স্থানীয়রা।
Leave a Reply