পুলিশ কি ঘুষ খাচ্ছে ? প্রমিলা বাহিনীর অভিযাগে উত্তাল ইঁদপুর, রাস্তায় নেমে অবরোধ মহিলাদের।

পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ফের উত্তাল হয়ে উঠলো বাঁকুড়ার ইঁদপুর থানার ডাঙ্গারামপুর এলাকা। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া-খাতড়া ২ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের প্রমিলা বাহিনীর মহিলারা।

তাদের অভিযোগ, চোলাই মদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পুলিশের নিরব ভূমিকা। গতকাল গ্রামের এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও, রাতেই পুলিশ তাকে ছেড়ে দেয়। ফলে প্রশ্ন উঠছে “ঘুষ নিয়ে কি অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে ?” পুলিশ কি চোলাই মদের কারবারিদের রক্ষাকবচ হয়ে উঠছে ?
প্রমিলা বাহিনীর আরও অভিযোগ, এর আগে গ্রামের দুই যুবককে একই অভিযোগে গ্রেফতার করে ১৪ দিনের জেল দেওয়া হয়েছিল। তাহলে এবারের অভিযুক্তের ক্ষেত্রে ভিন্নতা কেন ? একে একে পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়া, পক্ষপাতিত্ব করা এবং অপরাধীদের মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনেন বিক্ষুব্ধরা।

এই ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পথ অবরোধ। জাতীয় সড়কে ছোট-বড় অসংখ্য যানবাহন আটকে পড়ে, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইঁদপুর থানার ওসি মনোরঞ্জন নাগ। প্রায় একঘণ্টার বিক্ষোভ চলার পর, পুলিশ উপযুক্ত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, এবার চাই কড়া পদক্ষেপ। না হলে ফের রাস্তায় নামবে ডাঙ্গারামপুর।
বাইট:
1) প্রতিমা শাইনি (বিক্ষোভকারী মহিলা/কালো শাড়ি)
2) তিতালী বাউরি (বিক্ষোভকারী মহিলা/হলুদ শাড়ি)
3) জয়ন্তী মাল (বিক্ষোভকারী মহিলা/লাল শাড়ি)
Leave a Reply