বাঁকুড়ার ফের হাতির তাণ্ডব,হাতির হানা অব্যাহত উত্তর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে শ্রী চন্দ্রপুর গ্রামে।

বৃষ্টির মধ্যেই রবিবার ভোরের আলো ফোটার আগেই গঙ্গাজলঘাটি রেঞ্জের শ্রীচন্দনপুর গ্রামে তাণ্ডব চালায় দল ছুট দুই দাঁতাল হাতির দল। কলগোড়া বাজারে প্রথমে আস্তিক মুখার্জীর একটি দোকান ভাঙ্গে তারপর গদরি বাউরির বাড়িতে হানাদেয় ভেঙে দেয় বাড়ির একাংশ।।

আচমকায় ভোরের দিকে গ্রামে হাতি চলে আসায় গ্রামবাসীরা জানান বাড়ি থেকে বাইরে বেরোনো দুসাদ্ধ হয়ে গেছে।
আতঙ্কের মধ্যে রয়েছি সকলে।তবে গ্রামবাসীদের অনুমান

। ওই হাতি গুলি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হামলা চালিয়েছে বলে অনেকে মনে করছেন।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের দাবি, হাতির উপস্থিতি টের পেয়ে বাড়ির বাইরে বেরোতে পারিনি।
আনুমানিক রাত তিনটা নাগাদ হাতি গ্রামে ঢুকে প্রায় আধ ঘন্টা ধরে তাণ্ডবলীলা চালিয়েছে। এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন। বনদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তরা আবেদন জানালে সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
Leave a Reply