জঙ্গল থেকে পিকআপ ভ্যানে করে গাছ চুরি করে পালাতে গিয়ে বিপদে পড়ল চোরের দল, বনদপ্তরের হাতে পাকড়াও গাড়ি উদ্ধার কাঠ।

জঙ্গল থেকে গাছ চুরি করে রাতের অন্ধকারে পালাতে গিয়ে, ভিজে মাটিতে গাড়ি বসে গিয়ে বিপদে পড়ল গাছ চোরের দল এমনই ঘটনা সাক্ষী থাকলো বাঁকুড়া উত্তর গণবিভাগের বাঁকুড়া ফরেস্ট রেঞ্জের বেলবনি বিটের অন্তর্গত উপরবান্দি গ্রামে ।

জানা যায় উপরবান্দি গ্রামে ঢোকার আগেই বাঁদিকের জঙ্গল থেকে রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করার চেষ্টা চালাচ্ছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। দুর্ভাগ্যক্রমে ভিজা মাটিতে কাঠ বোঝাই করা পিকআপ ভ্যানটি আটকে যায় জঙ্গলের মাঝে পিকআপ ভ্যানটিকে নিয়ে পালানোর চেষ্টা করলেও বিফলে যায় সেই চেষ্টা। ফলে সকালেই বন কমিটি ও গ্রামের লোকেদের চোখে পড়ে।

রীতিমতো খবর দেয়া হয় বেলবনি বিট অফিসে, বেলবনি বিট অফিসের পক্ষ থেকে কাটা গাছ ও গাছ বোঝায় পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করা হয়েছে নিয়ে আসে বনদপ্তরের অফিসে। কারা পাচার করছিল জঙ্গলের কাঠ, কারা এর সাথে যুক্ত তার তদন্ত করছে বলে জানান বনদপ্তর।
Leave a Reply