কসবা কান্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

বাঁকুড়া:- গতকাল কলকাতায় কসবা কান্ডের প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এর প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে বঙ্গ বিজেপির শিবির। বাঁকুড়া জেলাতেও অন্যথা হয়নি।আজ বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ধলডাঙ্গা মোড়ে জাতীড় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন বিজেপি কর্মীরা।

এদিন সন্ধ্যায় বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা এতে সমবেত হয় বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে সেখানেই চলে পথ অবরোধ। প্রায় ৪০ মিনিট ধরে অবরোধ চলার জেরে স্তব্ধ হয় যান চলাচল। পরে সাধারণ মানুষের কথা চিন্তা করে অবরোধ থেকে সরে আসেন বিজেপি কর্মীরা।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা জানান, যেভাবে পশ্চিমবাংলার পুলিশ দলদাসে পরিণত হয়েছে তার তীব্র ধিক্কার জানায়।এর যদি একটা সুষ্ঠ সমাধান বা বিহীত না হয় পরবর্তীতে সারা পশ্চিমবাংলার স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
Leave a Reply