
চলতি মরশুমে মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার জলের তলায় সিমলাপালের পাথরডাঙ্গা সংলগ্ন শিলাবতী গজল কজওয কজওয়ে। ফলে লক্ষীসাগর-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া রাস্তায় ফের সাময়িক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে চলেছে বলে ওই এলাকার মানুষ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, রবিবাসরীয় বিকেলে এই এলাকায় প্রচুর পরিমান বৃষ্টিপাত হওয়ার পর থেকেই শিলাবতী নদীর জলস্তর বাড়তে থাকে। কিছুক্ষনের মধ্যেই জলের তলায় তলিয়ে যায় এই নদীর উপর পাথরডাঙ্গা কজওয়েটি।

এদিন সন্ধ্যা পর্যন্ত কোনভাবে কজওয়ে দিয়ে যাতায়াত করা গেলে রাতে ফের বৃষ্টিপাত হলে সোমবার সকালের পর ওই পথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে অনেকেই জানিয়েছেন। তবে স্থানীয় প্রশাসন আপাতত কোন দুর্ঘটনা যাতে না ঘটে, বাঁচবেনে রাস্তা আপাতত বন্ধ করে দিয়েছে, যার ফলে সমস্যায় দুই পাড়ের হাজার হাজার মানুষ।।
Leave a Reply