বিজেপির কর্মীদের থানা ঘেরাও অভিযানে ধন্দুমার পরিস্থিতি, ভাংলো পুলিশের ব্যারিকেড, দেখুন কোথায় এমন ঘটল।

Bangla circle news

BNK BANKURA BJP BIKHOB

খাতড়া : বিজেপি কর্মীদের বিক্ষোভ ভাঙল পুলিশের বেরিকেড। সোমবার ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া জেলার পক্ষ থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন সহ খাতড়ায় বিজেপি কর্মীদের ওপর মিথ্যা কেস দেওয়ার প্রতিবাদে খাতড়া শহরের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ছিল। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিজেপি থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল। ‌

এদিন পুলিশের পক্ষ থেকে খাতড়া থানার কিছুটা আগে খাতড়া বাজারের থানা রোডের ওপর ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকানোর ব্যবস্থা করে। এদিন বিকেলে বিজেপির নেতাকর্মীরা খাতড়া বাজারে মিছিল করে খাতড়া থানার কাছাকাছি এসে পৌঁছতেই পুলিশের ব্যারিকেডে আটকে যায় তারা। ব্যারিকেডের উপরে উঠে মাটিতে ফেলে দেয় ব্যারিকেডে।

বিজেপি কর্মীদের আটকাতে নাজেহাল হয় খাতড়া থানার পুলিশ বাহিনী। ব্যারিকেড ভেজে দিয়ে ঐখানেই অবস্থান কর্মসূচি করে বিজেপি। অবস্থান কর্মসূচিতে বিজেপির নেতাকর্মীরা রাজ্য সরকার সহ মিথ্যা কেস দেওয়ার প্রতিবাদে খাতড়া থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *