বছরের পর বছর ধরে বেহাল রাস্তা, তার উপর জল যন্ত্রণা, প্রাণের ঝুকিনিয়ে যাতায়াত অযোগ্য রাস্তাতেই। এবার সেই রাস্তা ছাড়া এর উদ্যোগ নিল বিজেপি বিধায়ক খুশি গ্রামবাসীরা।

রঞ্জিত কুন্ডু-বাঁকুড়া
বাঁকুড়ার ইনদাস বিধানসভার রোল গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার হাল বেহাল, রাস্তা সাড়াই এর উদ্যোগ নেয়নি প্রশাসন।
বর্ষা আসলেই এবার সেই হাটু সমান কাদা, দিয়েই যাতায়াত করতে হয় স্কুল কলেজ থেকে শুরু করে গ্রামবাসীদের ।

কাদা যন্ত্রণায় নাজেহাল হয়ে পড়ে গ্রামের মানুষ। এই রাস্তার উপর দিয়েই যেতে হয় স্কুল-কলেজের ছেলেমেয়েদের থেকে শুরু করে বাজার হাট সবেতেই একমাত্র ভরসা এই রাস্তা। আর সেই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল। দেখেও দেখেনা প্রশাসন।
বারবার বেহাল রাস্তার যন্ত্রণার কথা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করলেও মেলেনি সুরাহা, প্রায় ১০-১২ বছর ধরে এভাবেই পায়ের কাদা মাথায় নিয়ে চলতে হচ্ছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের বিড়ি শিমুল গ্রামের বাসিন্দাদের।

এবার সেই গ্রামবাসীদের পাশে দাঁড়ালো ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা। গ্রামবাসীদের দাবি বিধায়ক নির্মল ধারা নিজের জমানো টাকা খরচা করে রাস্তায় চলাচলের যোগ্য করে তুলছেন রাস্তাই খেলা হচ্ছে লাল মোরাম। সম্পূর্ণ রাস্তা মেরামতি না করতে পারলেও যাতায়াতযোগ্য করে তোলায় খুশি গ্রামের মানুষ।।
Leave a Reply