কোতুলপুরের টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার বিহারের কাটিহার গ্যাংয়ের চার সদস্য। আরো খোঁজে চলছে তল্লাশি

Bangla circle news

*রঞ্জিত কুন্ডু-বাঁকুড়া*

বাইকের টুলবক্স খুলে পঞ্চাশ হাজার টাকা লুট করেও শেষ রক্ষা হলো না। কোতুলপুর পুলিশের হাতে ধৃত ভিন রাজ্য বিহারের কাটিহার গ্যাংগের চার দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে খবর বেশ কয়েকদিন আগে কোতুলপুর থানার হাজরা পুকুরের এক বাসিন্দা ও তার জামাই কোতুলপুরের ব্যাংক থেকে পঞ্চাশ এক টাকা তুলে তা বাইকে টুলবক্সে রেখে বাড়ি ফিরছিল,কোতুলপুর ব্লকের বামননাইরী মোড়ের দোকানের সামনে বাইক রেখে মিষ্টি কিনতে ঢুকেছিলেন সেইসময় দুইজন যুবক টুল বক্সের টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। টাকা চুরির ঘটনার খবর দেওয়া হয় কোতুলপুর থানায়, কোতুলপুর থানার পুলিশ শুরু করে দ্রুত তদন্ত ,তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র মারফতে সন্ধান পান, বিহার কাটিহার গ্যাংয়ের সদস্যদের খুঁজে পান, খুঁজে পান যোগ সাজোস।

সেইমতো মঙ্গলবার চার দুষ্কৃতিকে গ্রেফতার করে কোতুলপুর থানা পুলিশ, বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়, আদালতে তোলা হলে বিচারক ধৃতদের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগকারী নারায়ণদের জামাই গুরুদাস পাল বলে কিছুদিন আগে বিশেষ প্রয়োজনে কোতুলপুরে একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক থেকে শ্বশুর মশাই পঞ্চাশ হাজার টাকা তুলতে গিয়েছিলেন। আমি তাকে বাইকে করে নিয়ে গিয়েছিলাম টাকা তোলার পর বামুননায়রী একটি দোকানে মিষ্টি কিনতে ঢুকেছিলাম তখন ওই দুই যুবক দোকানে ঝামেলা করছিল তার কিছুক্ষণ পরে আমি বাইকের দিকে তাকাতেই দেখি টুল বক্স খোলা।
সঙ্গে সঙ্গে গিয়ে দেখি টাকার ব্যাগ উধাও।


টুলবক্সের অন্য একটি ব্যাগে পাসবই,আধার,ভোটার কার্ড সহ অন্যান্য কাগজপত্র ছিল সেগুলিও দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয় দোকানের সিসিটিভি ফুটেজ দেখা যায়। মিষ্টি দোকানে ঝামেলার অছিলায় দুজন নজর ঘোরানোর চেষ্টা করে,তখন অন্য দুজন বাইকে করে টুলবক্স খুলে পরে দোকানে ঝামেলা করা দুই যুবকও পালিয়ে যায়।
আমার মনে হয় ওরা ব্যাংক থেকে আমাদের ফলো করছিল। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন বিহারের কাটিহারের একটি দল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাংকের গ্রাহকদের টার্গেট করছিল।

টাকা তুলে বেড়ানোর পরই তাদের অনুসরণ করছিল নির্জন জায়গায়।
তারা ব্যাগ ছিনিয়ে চম্পট দিচ্ছিল, সেই সুযোগ না পেয়ে ওই দলের একাংশ এই পন্থা অবলম্বন করছিল।
পূর্ব বর্ধমান,আসানসোল,বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই নিয়ে অভিযোগ হয় অনেক।

এর ঘটনায় কাটিহার গ্যাংগের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তার ভিত্তিতে এই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চলছে আরও তদন্ত এবার মেন মাথার খোঁজে চলছে তল্লাশি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *