রাজ্য জুড়ে ধর্ষণ খুন চাকরি চুরি, বালি কাঠ পাথর চাল চুরি সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিজেপির পথ অবরোধ কর্মসূচি বাঁকুড়ার সিমলাপালে।

বুধবার বিজেপির তালডাংরা তিন নম্বর মন্ডলের তরফে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের ওপর সিমলাপালির স্কুল মোড়ে ওই কর্মসূচি হয়।

উপস্থিত ছিলেন বিজেপির তালডাংরা বিধানসভার 3 নম্বর মন্ডল এর সভাপতি সৌভিক পাত্র সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। সৌভিক বাবু বলেন, কসবায় ছাত্রীর ওপর তৃণমূলের নেতাদের পাশবিক অত্যাচারের

প্রতিবাদে ও একই সঙ্গে রাজ্য জুড়ে চাকরি চুরি, বালি চুরি সহ বিভিন্ন দুর্নীতি স্থানীয় বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এদিনের পথ অবরোধ কর্মসূচি করা হয়। এদিন প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ। অবরোধের জেরে আটকে পড়ে বহু পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।
Leave a Reply