কাটোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ….

ফের ভয়াবহ বোমা বিস্ফোরণ (Terrible Bomb Blast)! শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার (Katwa) রাজোয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল এক ব্যক্তির দেহ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদ, ভেঙে পড়েছে দেওয়াল।
আতঙ্কে রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ঝলসে যাওয়া একটি দেহ। দেহটি এতটাই ক্ষতবিক্ষত যে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। ওই বাড়ি থেকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন আরও এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁর নাম তুফান চৌধুরী।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই বাড়িতে বোমা তৈরি চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত তুফানকে কটোরিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়।প্রত্যক্ষদর্শীদের কথায়, রাত প্রায় ন’টা পেরিয়ে গিয়েছে। আচমকা দু’দফা প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু বাড়ির দরজা-জানালা থরথর করে কাঁপতে থাকে। আতঙ্কিত মানুষজন দৌড়ে বেরিয়ে আসেন রাস্তায়। তার পরই নজরে আসে একটি বাড়ি থেকে কালো ধোঁয়া উঠছে। দেখা যায়, ছাদ উড়ে গিয়েছে, একাংশ দেওয়াল ধসে পড়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তুফান সম্ভবত বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতীকে এনে সেখানে বোমা বাঁধানোর কাজ করাচ্ছিলেন। মৃত ব্যক্তি তাঁদেরই কেউ হতে পারেন। তুফানের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য, তাজা বোমা তৈরির সামগ্রী। এলাকাজুড়ে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। কেন এই বোমা তৈরি হচ্ছিল, কার নির্দেশে, কী উদ্দেশ্যে— সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।তদন্তে নেমেছে ফরেনসিক বিশেষজ্ঞরাও। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, বিস্ফোরক কোথা থেকে এল— সব দিকেই নজর রাখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে।’
Leave a Reply