সবই উপরওয়ালার দয়া বলে দাবি পরিবারের।

জানা যায় হাওড়ার বাগনানের গৃহবধূ একরাত্রে একসাথে চার চারটি সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন তিনি।
সুস্থ রয়েছে মা ও সদ্যোজাত সন্তানেরা।
সূত্রে খবর জানা যায় সাত মাসের অন্তঃসত্ত্বা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন ব্যাগনানের এক বেসরকারি নার্সিংহোমে। সেখানে ভর্তি হতে শুরু করেন চিকিৎসা, বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকেরা দেখেন এক জটিল ও স্পর্শকাতর ডেলিভারি, পেটে রয়েছে চার চারটি সন্তান।

সেইমতো তারা শুরু করেন চিকিৎসা, চিকিৎসকদের তত্ত্বাবধানে রাত্রেই জন্মদিল চার চারটি শিশু তাও আবার কোন অস্ত্রোপচার ছাড়াই নরমাল ডেলিভারি করান চিকিৎসকেরা।
তবে নার্সিংহোমের চিকিৎসকেরা জানান এই ডেলিভারি করানোটা চিকিৎসকদের কাছে এটা ছিল এক প্রকার চ্যালেঞ্জিং এর মত। সেইমতো তারা চিকিৎসা শুরু করেন আর তাতেই মেলে সাফল্য। সুস্থ রয়েছে মা ও চার নবজাতক সন্তান।

তবে বাড়ির লোক জানান সবই উপরওয়ালার দয়ায় তাদের চার চারটি সন্তান এসেছে বাড়িতে খুশি সকলে। সকলেই সুস্থ আছে তবে একসাথে একাধিক সন্তান কিভাবে তারা লালন পালন করবেন খেয়াল কিভাবে শরীরে খেয়াল রাখবেন কিভাবে সেই নিয়ে একটু হলেও সমস্যা হবে বলে মনে করছেন ।

তবে সকলের স্বাস্থ্য খেয়াল রাখবেন বলেই জানান বাড়ির লোক, তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত বলেই জানান।

Leave a Reply