সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন জমা করতেই এলোনা বিরোধীরা।

Bangla circle news

বিরোধীদের ভোকাট্টা করে সমবায়ের জয় তৃণমূলের।

২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই জয় দিয়ে শুরু, বিরোধীদের জন্য ওষুধ বাটা চলছে বলে নির্বাচনে লাগানো হবে বলে বার্তা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির।

বিরোধীদের ভোকাট্টা করে বাঁকুড়ার উত্তরবাড় সমবায় নির্বাচনে ৫৯ আসন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। এই জয় দিয়ে শুরু হল আগামী ২৬ এর নির্বাচনের। বিরোধীদের জন্য ঔষুধ বাটা চলছে বিরোধী শিবির কে কড়া হুশিয়ারি তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির৷ আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নমিনেশন জমা করার দিন ছিল সময় ছিল বেলা তিনটা পর্যন্ত,নির্বাচনের আসন ৫৯, এদিন বিকেল ৩ টা পর্যন্ত্য নির্দিষ্ট সময়ের মধ্যে ওই নির্বাচনে বিরোধীদের দেখা মিলেনি সকাল থেকে, স্বাভাবিক ভাবেই শুধুমাত্র তৃণমূলের তরফে ৫৯ আসনে মনোনয়ন জমা করা হয়৷

বিরোধীরা মনোনয়ন না করায় উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৫৯ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয় পেল তৃণমূল। জয়ের পরে সমবায়ের সামনে সবুজ আবীর নিয়ে প্রতিনিধি ও দলীয় নেতা কর্মীদের নিয়ে বিজয় উল্লাস করলেন তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। এদিন জয়ের পরে তৃণমূল সভাপতি দাবি করেন, জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরে প্রথম জয়।

এই জয় দিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যাত্রা শুরু করলাম। আগামী নির্বাচন গুলিতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিরোধীদের বিরোধীশূন্য করার ঔষুধ বাটার কাজ চলছে। ২৬ এর নির্বাচনে আগে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। বিরোধীদের কটাক্ষ সন্ত্রাসের রাজনীতি করে ছোট নির্বাচনে জেতা যায়। লোকসভায় জয়পুরের মানুষ বিজেপিকে সমর্থক করে জিতিয়েছে। ২৬ এর নির্বাচনেও মানুষ বিজেপির সাথে থাকবে পালটা তৃণমূলকে জবাব বিজেপির।


সত্যিই কি পারবে বিরোধীরা, আজকের সমবায় সমিতির ভোটের ময়দানে সিপিএম কংগ্রেস বিজেপি কোন দলকে দেখতে পাওয়া গেল না। সরাসরি ময়দানে নামতে, বিজেপি কি পারবে ২৬ এর নির্বাচনে জয় ছিনিয়ে নিতে নাকি সমবায় সমিতির ভোটের মতো নমিনেশনে জমা দেবে না। তার কারণ প্রধান বিরোধী দল এখন বিজেপি সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধিদের সেভাবে মিটিং মিছিলে লোক না এলেও বিরোধী দল বিজেপির মিছিলে ভালই লোক সংখ্যা রয়েছে।

সেখানে একটা সমবায় সমিতি নির্বাচনে জবাই করতে লোনা নমিনেশন এই নিয়ে গুঞ্জন শুরু এলাকায় তাহলে কি জয়পুরের জেতা মাটি ছেড়ে দেবে তৃণমূলের হাতে নাকি সত্যি সত্যি ভয় তারা বাড়িতে বসে রাজনীতি করবে তবে যাই হোক আগামী দিন অর্থাৎ ২০২৬ নির্বাচনে দেখা যাবে কোন দলের পাল্লা ভারী? কোন দিকে যায় ভোট। ঘাসফুল নাকি পদ্মে? কমেন্ট করে জানান।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *