বর্ষার ধান রোপণের শুরুতে জঙ্গলের মাশরুম(ছাতু)সংগ্রহে ব্যাঘাত ঘটাতে জঙ্গলে এলো দুটি দাঁতাল হাতি, গ্রামবাসীদের আশঙ্কায় সত্যি হবে না তো?

Bangla circle news

ছাতু সংগ্রহে ব্যাঘাত ঘটাতে জঙ্গলে এলো দুটি দাঁতাল হাতি,

আবারো বাঁকুড়ার জয়পুর জঙ্গলে প্রবেশ করল দুটি দাঁতাল হাতি।
বেশ কয়েক মাস যাবত জয়পুর জঙ্গলে হাতির আনাগোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বললেই চলে আবারো বাঁকুড়ার পাঞ্চেত বন বিভাগের জয়পুর রেঞ্জে হাতি চলে আসায় সমস্যায় জঙ্গলের জ্বালানি কাঠ ও ছাতু সংগ্রহ করতে যাওয়া গ্রামবাসীরা।


ফের নতুন করে পশ্চিম মেদিনীপুর গড়বেতার জঙ্গল থেকে চলে এলো দল ছুর দুটি তাতাল হাতি, জানা যায় গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর গরবেতা থেকে প্রবেশ করে বিষ্ণুপুর বাঁকাদহ রেঞ্জের আমডহরা বিটে। প্রথমে হাতি গুলি জঙ্গল থেকে বেরিয়ে নেমে পড়ে বাঁধের জলে তারপর সেই হাতে আবারো ফিরে যায় জঙ্গলে সেই হাসি গুলিকে আজ বনদপ্তরের পক্ষ থেকে পৌঁছে দেয়া হবে সোনামুখীর জঙ্গলে অর্থাৎ বাঁকুড়া উত্তর বনবিভাগে।

এমনটাই বনদপ্তর সূত্রে খবর, তবে বনদপ্তর ও হুলা পার্টির দল হাতির গতিবিধির উপর নজর রেখেছে বেশ ভালই তবে কোন রকমের এই দুটি দাঁতালকে জয়পুর জঙ্গল থেকে বার করে নিয়ে যেতে রাস্তার মাঝে যদি কোন রকমের সমস্যা হয় তাহলে হয়তো রয়ে যেতে পারে হাতি দুটি। আর তাতেই সমস্যা গ্রামবাসীরা জঙ্গলের ভেতর অনেক গ্রাম রয়েছে রয়েছে জঙ্গলে ছাতু এই সময় কুরকুরে ছাতু ও মডাল ছাতু সংগ্রহের সময় চলছে একটু হলেও ভয়ে রয়েছেন গ্রামবাসীরা বলেই জানান।

তবে বনদপ্তর সূত্রে খবর হাতি গুলিকে করা নজরে রয়েছে রেখেছে হুলা পার্টি ও বনকর্মিরা।
চেষ্টা করছেন কোন রকমে যাতে জয়পুর জঙ্গলে রয়ে না যায় তেরা তারা চেষ্টা চালিয়ে যাবে বলেই খবর।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *