বিষ্ণুপুর মড়ারের রাস্তায় ধান লাগিয়ে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

Bangla circle news

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মড়ার মাদ্রাসা থেকে তেতুলতলার মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে, চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এই রাস্তা দিয়েই প্রতিদিন প্রায় ৭০০ ছাত্রছাত্রী যাতায়াত করে মড়ার মাদ্রাসায়। ছোট ছোট বাচ্চাদের জন্য এটি একেবারেই বিপজ্জনক হয়ে উঠেছে। পাশাপাশি সাধারণ মানুষকেও এই রাস্তায় পড়ে ঘুরপথে বাজার, হাট, হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনীয় জায়গায় যেতে হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, বহুবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি কোনও স্থায়ী সমাধান। বিষ্ণুপুর কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, বিডিও সাহেবকে আগেও বিষয়টি জানানো হয়েছে, তবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সেই রাস্তাতেই অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়ে ধানের চারা রোপণ করে কংগ্রেস কর্মীরা রাস্তায় ধিক্কার ও নিন্দা জানান।

তাদের দাবি, প্রশাসনের ঘুম ভাঙাতে এবং মানুষের দুর্ভোগের অবসান ঘটাতে অবিলম্বে এই রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হোক। আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *