সমবায় সমিতির নির্বাচনে জয় জয় কার তৃণমূলের।

আবারো বাঁকুড়ার জয়পুর ফার্মার্স সার্ভিস কো-অপারেটিভ সোসাইটি লিমিটিডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পেল তৃণমূল। এই নির্বাচনে ছিল ২৯ আসন। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা করার শেষ দিন। এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে তৃণমূল ছাড়া বিরোধী দল থেকে কেউ মনোনয়ন জমা করেনি।
স্বাভাবিক ভাবেই ২৯ আসনের লড়াই এ জয়পুর সমবায়ে জয় পেল তৃণমূল। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে উচ্ছ্বাসিত তৃণমূল কর্মীরা।

গলায় পরান হল গেঁদা ফুলের মালা, খেললেন সবুজ আবির করলেন বিজয় মিছিল, জয়ের আনন্দে করলেন মিষ্টি মুখ।
গত কয়েকদিন আগেই উত্তরবার সমবায় সমিতি নির্বাচনে জেলা সভাপতি বলেছিলেন বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারলে যোগাযোগ করতে, তার কোথাও শুনল না কোন বিরোধী দল, না নমিনেশন করতে সিপিএম এল না এলো বিজেপি।

নমিনেশন করতে না আসায় তীব্র কটাক্ষের সুর তৃণমূলের গলায়, নমিনেশন করতে প্রার্থী খুঁজে পেল না বিরোধীরা, এমনই বলে বসলেন জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল, তবে ব্লক সভাপতির বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত আগস্তি,তিনি দাবি করেন বাড়িতে বাড়িতে শাসক দল ভয় খাইয়ে সন্ত্রাসের সৃষ্টি করেছে। তাই দিতে পারেনি প্রার্থী। তিনি বলেন যেখানে ২০২১ বিধানসভা এবং ২০২৪ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বিজেপি, সেখানে প্রার্থী খুঁজে পায় না এটা তিনি মেনে নিতে পারেননি।
তিনি শাসকের চোখ রাঙানি ও পুলিশের মিথ্যা কেসের ভয়ে কর্মীরা নাকি প্রার্থী দেয়নি বলেই তিনি দাবি করে বসেন।
সামনেই বিধানসভা নির্বাচন 2026 তিনি বলেন এলাকার মানুষ প্রমাণ দিয়ে দেবে কাদের সাথে মানুষ রয়েছে, দেখুন তিনি ঠিক কি বললেন।
Leave a Reply