আবারো সাপের কামড়ে প্রাণ গেল এক নাবালকের, আর যার যেরে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম।

মৃত নাবালকের নাম সূর্য রায়, বয়স ১৩ বছর।
ঘটনাটি ঘটেছে গোঘাট ২ নং ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের অন্তর্গত মধুবাটি এলাকায়।
জানা যায় মৃত নাবালক স্থানীয় স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল।
গতকাল রাতে সূর্য তার পায়ে কিছু কামড়ানোর কথা সূর্য বাড়ির লোকেদের জানাই।

পরিবারের সদস্যরা আশপাশ খোঁজাখুঁজির পর কিছুই পাইনি।
পরে সূর্যর শারীরিক অবনতি হওয়ার পর ভোরের দিকে কামারপুকুর গ্রামীণ হাসপালতে নিয়ে যাওয়া হয়।
গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা সূর্যর শারীরিক অবস্থা অবনতির কারণে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আরামবাগ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সূর্যকে মৃত বলে জানান।
পরে ময়না তদন্ত করার পর জানা যায় সাপের কারণে মৃত্যু হয় সূর্যর।
সূর্যের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোক।
ঘটনার জেরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply