“গোপনে খুনেরা আর.এস.এস এর কিছু টিম আপনাদের ছত্রছায়ার মধ্য ঘুরছে তাদের নজর রাখুন, থানায় খবর দিন”—– মন্তব্য তৃণমূল বিধায়কের, কটাক্ষ বিজেপির।

বাঁকুড়া:- নিজস্ব প্রতিনিধি
আগামী ২১শে জুলাইকে সামনে রেখে বাঁকুড়া জেলার বড়জোড়ায় একটি মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।সেখানে তৃণমূল কর্মী সর্মথকেরা মিছিলে পা মিলিয়ে সারা বড়জোড়া বাজার পরিক্রম করে বড়জোড়া চৌরাস্তায় এসে সমবেত হয়। সেখানে খোলা মঞ্চে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আরএসএসকে এক হস্তে নিলেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি বলেন “গোপনে খুনেরা আরএসএস-এর কিছু টিম আপনাদের ছত্রছায়ার মধ্যে ঘোরাঘুরি করছে নজর রাখুন থানায় খবর দিন”।শুধু তাই নয় তিনি কেউ বলেন “অচেনা কোন মুখ আপনাদের এলাকায় দেখলেও থানাতে খবর দেবেন”।

তৃণমূল বিধায়কের এই মন্তব্য কে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শিবির।বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী নেতা তথা বিজেপি নেতা গোবিন্দ ঘোষ বলেন “বড়জোড়ার তৃণমূল জেলার বিধায়ক খিচুড়ি বিলি, মেলা,খেলাতেই ব্যস্ত উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে কি জানেন, ১৫ বছরের রাজত্বে তোলামুল সরকার চলছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে বিধায়কের এই মন্তব্য কে তীব্র ধিক্কার জানাই”।

২১শে জুলাই যত এগিয়ে আসছে, তার প্রস্তুতি সভাতে কেন্দ্র করে জেলাতে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। দিনের পর দিন সরগরমও হচ্ছে জেলার রাজনীতি।এখন দেখার বিষয় এটাই রাজনৈতিক চাপা নতুন এর মধ্যেও কোন পথে অগ্রসর হয় বাঁকুড়া জেলার রাজনীতি।

স্টেজ স্পীচ:-
অলক মুখোপাধ্যায় (বিধায়ক বড়জোড়া)
বাইট
১) অলোক মুখোপাধ্যায় (বিধায়ক,বড়জোড়া)
২)গোবিন্দ ঘোষ (বিজেপি নেতা)
Leave a Reply