হঠাৎ কালো মেঘ,প্রবল বেগে বৃষ্টি, তাড়ি মধ্যে স্কুলে পড়লো বাজ, আর তারপরেই সব অন্ধকার কান্নার চেচামেচি শব্দের কেঁপে উঠল স্কুল তারপর কি হলো দেখুন বিস্তারিত।

Bangla circle news

স্কুল চলাকালীন স্কুলের দেওয়ালে পরলো বজ্রাঘাত, আর সাথে সাথেই লুটিয়ে পড়লেন ৫ স্কুল ছাত্রী একজনের অবস্থা আশংকা জনক।


দেখুন কি ভয়ানক পরিস্থিতি, স্কুল চলাকালীন স্কুলের দেয়ালে বাজ, আর সেই বজ্রাঘাতের শব্দে অসুস্থ হলো পাঁচ জন ছাত্রী। ঘটনা গঙ্গাজলঘাটির কুস্থলিয়া হাইস্কুলে, আর ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
জানা যায় সেকেন্ড পিরিয়ডের পর শর্ট টিফিন চলছিল। সেই সময় ঘনিয়ে আছে কালো মেঘ শুরু হয় প্রবল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই শুরু হয় বাজ পড়া, আর সেই বাজ পড়ে অসুস্থ হল পাঁচজন স্কুল ছাত্রী।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান বৃষ্টির সময় স্কুলের দেওয়াল ঘেঁষে হঠাৎই একটি বজ্রাঘাত পড়ে, আর যার যে রে শুরু হয় ছাত্রীদের কান্না। সেই কান্না শুনে ছুটে যাই শিক্ষিকা, গিয়ে দেখেন বেশ কয়েক জন ছাত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে।


দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাদের নিয়ে যাওয়া হয় অমর কানন হাসপাতালে। এই ঘটনায় মোট পাঁচ জন ছাত্রী আহত হয়েছে বলেই খবর।

অষ্টম শ্রেণীর চার জন,এবং ষষ্ঠ শ্রেণির এক জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই স্কুলের অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মধ্যে।
দেখুন সেই ভয়ানক চিত্র।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts