আবারো দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল চার চাকা,প্রাণ গেল একজনের আহত আরো ৪।

ভয়াবহ পথ দুর্ঘটনা, গোঘাটের হাজীপুর এলাকায়।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে গোঘাটের হাজীপুর পঞ্চায়েতের অন্তর্গত করপুকুর এলাকায়।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায় একটি চার চাকা গাড়ি কামারপুকুর থেকে মাংরুল যাবার পথে হাজীপুরের করপুকুর এলাকায় একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা দেয়।
গাড়ির ভেতরে থাকা যাত্রীরা ও গাড়ির চালক সহ চার জন আহত হন,ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের । দুর্ঘটনা শব্দে ছুটে আসার স্থানীয়রা,
স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠায়।

শারীরিক অবনতি হওয়ার কারণে তিন জনকে আরামবাগ মেডিকেল হাসপাতালে স্থানন্তরিত করা হয়।
পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায় মৃত ব্যক্তির নাম সন্তু বারুই, বাড়ি মঙ্গরুল এলাকায়।
স্থানীয়দের দাবি অতিরিক্ত গতির জেরে এই দুর্ঘটনা। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা চলুন শুনাবো আপনাদের।
Leave a Reply