প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বজ্রাঘাতে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে আর্থিক সাহায্য জেলা প্রশাসনের

Bangla circle news

গতকাল দুপুরের বজ্রাঘাতে প্রাণ হারান জেলার ব্লকে ব্লকে একাধিক ব্যক্তিদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন বাঁকুড়া জেলা প্রশাসন।


নিলেন খোঁজখবর করলেন সাহায্য। তুলে দেয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেয়া দু’লক্ষ টাকার চেক ও সমব্যথী প্রকল্পের ২০০০ টাকা। সাথে দেয়া হলো শাড়ি।

গতকাল দুপুরবেলায় হঠাৎ ঘনিয়ে আসে কালো মেঘ শুরু হয় তুমুল বৃষ্টি ও সাথে বজ্রপাত আর সেই বজ্রপাতের জেরে প্রাণ হারান জয়পুর ব্লকের খড়িকাসুলি গ্রামের উত্তম ভূঁইয়া। ও কোতুলপুর ব্লকের জিয়াউল হক মোল্লা। আজ বিকালে তাদের বাড়িতে পৌঁছে গেল বাঁকুড়ার জয়পুর ও কোতুলপুর ব্লক প্রশাসন, আবারো বাঁকুড়া জেলা প্রশাসনের মানবিক উদ্যোগ দেখল জেলার মানুষ।

আজ বাঁকুড়া জেলার তরফে রাজ্য সরকারের দেওয়া মৃত্যের পরিবারের জন্য দেওয়া হয় দুই লক্ষ টাকার চেক এবং পাশে দাঁড়ান জেলা প্রশাসন। কোতুলপুর জয়পুর পাত্রসায়ের ইন্দাস ওন্দা ব্লকের বাড়িতে ছুটে গেলেন জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসন পাশে দাঁড়ালেন প্রাকৃতিক বিপর্যয়ে বজ্রাঘাতে প্রাণ হারানো পরিবারের। করলেন সাহায্য সহযোগিতা, দিলেন পাশে দাঁড়ানোর আশ্বাস।


আজ বিকালে জয়পুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের খোরকাসুলি গ্রামের উত্তম ভূঁইয়ার বাড়িতে গিয়েছিলেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, জয়পুর থানার ওসি কৌশিক হাজরা, জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি, বাঁকুড়া জেলা পরিষদ সদস্যা মাম্পি দে, জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল পূর্ত কর্মদক্ষ জাকির খান, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্টজন।

এবং কোতুলপুর ব্লক এর খিরী গ্রামে বজ্রাঘাতে মৃত রেজাউল হক মোল্লার বাড়িতে ছুটে যান কোতুলপুর ব্লক প্রশাসন গিয়েছিলেন কোতুলপুর ব্লকের বিডিও দেবরাজ ঘোষ, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত ওসি বিন্দেশ্বর গোড়ায় বিধায়ক কোতুলপুর বিধানসভা হরকালী প্রতিহার সহ ব্লক ও পঞ্চায়েত সমিতির নেতৃত্ববৃন্দ। করলেন সাহায্য সহযোগিতা দিলেন দু লক্ষ টাকার চেক। একদিকে যেমন কোতুলপুর অন্যদিকে জয়পুর,
পরিবারের পাশে থাকার অঙ্গীকারে জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি, অন্যদিকে কোতুলপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি দুই ব্লকেই দুই সজল হারানো পরিবারের পাশে ব্লক প্রশাসন, করলেন সাহায্য সহযোগিতা।

জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগে দুই ব্লকের এলাকাবাসী খুব খুশি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts