মাঠে চাষ করে বাড়ি ফেরার পথে রাস্তায় ইলেকট্রিক তারে শক লেগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়ার জয়পুর দিগপার গ্রামে,

প্রাণ হারালো একচাষির হালের গরু, চাষের সময় হালের হেলে গরু হারিয়ে কান্নাই বুক ভাষাচ্ছেন চাষী।
এখন চলছে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির মাঝেই শুরু হয়েছে চাষ, মাঠের ধারে ও মাঠের মাঝে রয়েছে একাধিক ইলেকট্রিক এর খুঁটি আর সেই খুঁটি ছুটেই ঘটে গেল বিপদ প্রাণ হারালো এক গরু।
জানা যায় ডিগপার গ্রামে মাঠের ধারে 440 ইলেকট্রিক পিলারে বডি হয়ে যায়, সেই সময় মাঠ থেকে চাষ করে ফিরছিলেন দিঘিপাড়ের চাষী অভিজিৎ মাঝি ও তার বাবা।
সেই সময় রাস্তার ধারে ইলেকট্রিক পিলারে দুটি গরুর একটি রাস্তা দিয়ে যাবার সময় গরুর গায়ে ইলেকট্রিক পিলারে ঠেকে যায়। আর তাতেই ঘটে যায় অঘটন। সাথে সাথেই গ্রামে থাকা ট্রান্সফরমারের জাম্পার নামাতে ছুটে যান, নামিয়ে দেয়া হয় জাম্পার আর জাম্পার নামিয়ে প্রাণ রক্ষা করতে পারল না গৃহপালিত গরুর, ততক্ষণে সব শেষ। প্রাণ হারায় চাসীর হালের এক হেলে গরু।

গরু হারিয়ে ক্ষিপ্ত হয়ে যায় চাষী, ইলেকট্রিক ট্রান্সফরমারের মেন গেং নামি দেয়ার পরেও শখ লাগে পিলারে, বডি হয়ে থাকে এলাকায়, ফোন করা হয় ইলেকট্রিক দপ্তরে, খবর পেয়ে ইলেকট্রিক দপ্তর সাথে সাথেই ওই এলাকার কানেকশন বন্ধ করে দেয় ময়নাপুর এলাকার। ইলেকট্রিক দপ্তরের কর্মীরা ছুটে যান এলাকায়, তারা এলাকায় পৌঁছাতেই কর্মীদের শুনতে হয় কটু কথা, তার কারণ গ্রামবাসীরা করেছিলেন ইলেকট্রিক দপ্তরে ফোন কিন্তু দপ্তর থেকে কোন ফোন রিসিভ করা হয়নি তাই একরাশ ক্ষোভ শুনতে হল ইলেকট্রিক দপ্তরে কর্মীদের। ইলেকট্রিক দপ্তরের গাফিলতির অভিযোগ করেন গরু হারা পরিবারের লোকজন ও এলাকার মানুষ ।

ইলেকট্রিক তারে সক লেগে গরু মৃত্যুর ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করা হয় ওই এলাকায় মাইকিং প্রচার।
সেখানে জানানো হয় বৃষ্টির সময় ইলেকট্রিক পিলারের কেউ হাত দেবেন না শোনানো হয় একাধিক সতর্কবাণী দেখুন সেই ছবি।।
কি জানাচ্ছেন গরু হারানো চাষির ছেলে বছর ৩৫ এর যুবক অভিজিৎ মাঝি
Leave a Reply