একি চলছে টানা বৃষ্টি তার উপর হরু মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি, কোথায় এমন ঘটনা ঘটলো দেখুন বিস্তারিত।

Bangla circle news

বঙ্গে চলছে টানা বৃষ্টি আর জার জেরে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা তিনজনের।


টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনজন,

গত কয়েক দিনের প্রবল বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের ফতেপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা,পহলানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, সৌভাগ্যবশত সেই সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়, প্রাণে বেঁচে যান একই পরিবারের তিনজন সদস্য,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়না ২ নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন, তিনি জানান,

“বিপর্যয় মোকাবিলা টিম এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যা যা প্রয়োজন, তারা পরিবারকে সাহায্যের আশ্বাস দেন, প্রাথমিক ভাবে আবাসন, খাদ্য ও ত্রাণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে,ঘটনার পর বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ বলেন, “অনেক দিনের পুরনো বাড়ি, টানা বৃষ্টিতে দেওয়াল ভিজে ছিল, হঠাৎ করেই ভেঙে পড়ল, ভাগ্যি ভালো যে সময়মতো আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম, না হলে প্রাণে বাঁচা যেত না, এখন সবচেয়ে বড় চিন্তা মাথা গোঁজার ঠাঁই,”


পরিবারটির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন এবং সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে। স্থানীয়দের মতে, বহু পুরনো মাটির বাড়িগুলির অবস্থা খারাপ, বর্ষার আগে সেগুলির সংস্কার জরুরি, প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া শুরু হয়েছে, এই বিষয়ে সাংবাদিককে কি বললেন,রায়না থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট).

বঙ্গে চলছে টানা বৃষ্টি আর জার জেরে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা তিনজনের,
টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনজন,

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *