চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় ঢুকে যাচ্ছে যুবক প্রকাশ্যে এল লাইভ সিসিটিভি ফুটেজ,আর.পি.এফ এর সহায়তায় প্রাণে বাঁচলেন কোনক্রমে

(CCTV footage given by Rail)
বাঁকুড়া:- গতকাল ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল সাড়ে আটটা। বাঁকুড়া স্টেশন থেকে আসানসোলের অভিমুখে রওনা দিয়েছিল ১৮০২৭ আসানসোল মেমু এক্সপ্রেস। হন্তদন্ত হয়ে কোনক্রমে ট্রেনে ওঠার জন্য ছুটে আসছিলেন এক যুবক।কিন্তু উঠতে গিয়েই বাঁধলো বিপত্তি। ট্রেন চলন্ত অবস্থায় থাকায় বেসামাল হয়ে ওই যুবক পড়ে যায় সোজা ট্রেনের তলায়। সাথে সাথে আর পি এফ এর তৎপরতায় উদ্ধার করা হয় ওই যুবককে।আরপিএফের তৎপরতায় কোনক্রমে ওই যুবক প্রাণে বাঁচলেও এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা দেখে রীতিমতো চক্ষুচড়ক গাছ রেল আধিকারিকদের।

রেল সূত্রে প্রাপ্ত খবর ওই যুবকের নাম সঞ্জয় ক্ষেত্রপাল বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল থানা এলাকায়।
বাঁকুড়া আর.পি.এফ পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক টি.কে রায় জানান,”কাল সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে,যখনই এটা দেখা যায় সাথে সাথে আমাদের কর্তব্যরত কনস্টেবেলরা ছুটে গিয়ে ওই যুবককে উদ্ধার করে, ওই যুবককে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা গেছে”।

বাইট:-
তপন কুমার রায় (ভারপ্রাপ্ত আধিকারিক,বাঁকুড়া আরপিএফ থানা)
Leave a Reply