আবারো হুর মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি দেওয়াল, আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা আর তাতেই প্রাণ হারালো এক খুদে শিশু কন্যা।

মাটির বাড়ির দেয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়ার পাত্রসায়ের এর বীরসিংহ গ্রামে। দেয়াল চাপা পড়ে প্রাণ হারালো ২.৫ মাছের শিশু কন্যা কিরণ লোহার । আর এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য কান্নায় ভেঙে পড়ছে পুরো গ্রাম।

মাটির দেয়াল চাপা পড়ার ঘটনায় প্রাণ হারানো সন্তান হারা শিশু কন্যা কিরন লোহার এর মা জানান, আজ সকালে কিরণ লোহার খেলার সময় হঠাৎ মাটির বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার উপর চাপা পড়ে যান মাটির ভাঙ্গা দেয়ালের তলায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তড়িঘড়ি পাত্রসায়ের ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

কি জানাচ্ছেন ওই ক্ষুদে শিশুর কন্যার মা বিনা লোহর,চলুন সোনা আপনাদের।।
Leave a Reply