জয়পুরে গাছেদের রাখি বেঁধে পরিবেশ রক্ষার বার্তা বনবিভাগের।

রাখি বন্ধন উৎসব মানেই একে অপরের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে দৃঢ় করার দিন। তবে বাঁকুড়ার জয়পুরে এবার পালন করা হল একেবারে অন্য রকম রাখি বন্ধন। জয়পুর রেঞ্জ অফিসের উদ্যোগে আয়োজন করা হয় অভিনব উৎসবের, যেখানে স্কুলের পড়ুয়ারা গাছেদের রাখি বেঁধে পরিবেশ রক্ষার শপথ নেয়। বনবিভাগের এই অনন্য উদ্যোগের মূল বার্তা “গাছ বাঁচান, প্রাণ বাঁচান”।

অনুষ্ঠানে বনকর্মীরা জানান, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ বাঁচলে বাঁচবে মানুষসহ সমস্ত প্রাণীজগৎ। তাই গাছের প্রতি জন্মাতে হবে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক। এদিন শুধুমাত্র গাছেই রাখি পরানো হয়নি, পথচলতি মানুষদের হাতেও রাখি বেঁধে মিষ্টিমুখ করানো হয়। সাথে উপহার হিসেবে দেওয়া হয় চারা গাছ, যাতে সকলেই গাছ লাগানোর ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলেন।

শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশ নিয়ে জানান, এই ধরনের আয়োজন তাদের মনে পরিবেশের প্রতি আরও সচেতনতা তৈরি করেছে। বনবিভাগ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ মানুষের মনে গাছের প্রতি ভালোবাসা ও সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেবে এবং প্রকৃতি রক্ষায় সবাইকে একত্রিত করবে।
বাইট:
1) দুর্গা শংকর দাস (রেঞ্জার, জয়পুর রেঞ্জ)
2) প্রিয়াঙ্কা চক্রবর্তী (শিক্ষিকা)
3) ঈশিতা ঘোষ (ছাত্রী)
Leave a Reply