বড়জোড়াঃ বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়াশনের উদ্যোগে ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট বড়জোড়া রোড রেস অ্যাসোসিয়াশনের ব্যবস্থাপনায় জঙ্গল মহল দৌড় প্রতিযোগীতা ।

বাঁকুড়া ডিস্ট্রিক্ট বড়জোড়া রোড রেস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে পুরুষ ও মহিলাদের পৃথক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার মালিয়াড়া থেকে বড়জোড়া ফুটবল মাঠ পর্যন্ত দৌড় প্রতিযোগিতায় ১২৭ জন অংশগ্রহণ করে । আয়োজকদের তরফে জানানো হয়েছে মহিলাদের জন্য ছিল পাঁচ কিলোমিটার, পুরুষদের জন্য ছিল আট কিলোমিটার।
রাস্তার দুধারে মানুষ প্রতিযোগিদের উৎসাহ দিয়ে হাততালি শঙ্খ উলুধ্বনি প্রভৃতি করে ।

বাঁকুড়া ডিস্ট্রিক্ট বড়জোড়া রোড রেস অ্যাসোসিয়েশন এর সম্পাদক টিঙ্কু মন্ডল জানান মহিলাদের পাঁচ কিলোমিটারে
প্রথম নিশা কুমারী শ (পশ্চিম মেদিনীপুর),

দ্বিতীয় বৃষ্টি মাহাতো (পুরুলিয়া)
তৃতীয় উজ্জ্বলা রাজওয়ার (পুরুলিয়া) । ও পুরুষদের আট কিলোমিটারে প্রথম
অমল মাহাতা (পশ্চিম মেদিনীপুর ),
দ্বিতীয় তারক মান্ডি (ঝাড়গ্রাম),
তৃতীয় রমেশ বাউরি (পুরুলিয়া) । এদিন উপস্থিত ছিলেন এশিয়াডে সোনাজয়ী পিঙ্কি প্রামাণিক,
বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি , আইসি অর্ণব গুহ প্রমুখ ।
Leave a Reply