জেলা জুড়ে ১০দিন ধরে ডাকঘরে ব্যাহত সমস্ত পরিষেবা, চরম সমস্যায় সাধারণ মানুষ সকাল থেকে ভিড় জমাচ্ছেন পোস্ট অফিসের সামনে দেখুন বিস্তারিত। কোথায় এমন ঘটলো।

Bangla circle news

লিংক বিভ্রাট জেলা জুড়ে ডাকঘরে কাজ কর্ম বন্ধ। হয়রানি গ্রাহকদের।

নতুন ভারসেন আপডেট হয়েছে তারপর থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন ডাকঘরে সব ধরনের পরিষেবা বন্ধ। লিংক বিভ্রাটের কারনে ডাকঘর বিভাগের সব ধরনের লেনদেন ও কাজকর্ম বন্ধ গত ১০ দিন ধরে। এর জেরে চরম হয়রানির স্বীকার গ্রাহকরা৷ চাষের মরসুমে ডাকঘর থেকে টাকা তুলতে না পেরে বড় বিপাকে এলাকার চাষীরা। বাঁকুড়া জয়পুর ডাকঘরে গ্রাহকদের চরম দুর্ভোগের ছবি ধর পড়ল। ডাকঘর সূত্রে খবর বাঁকুড়া জেলা জুড়ে ডাকঘরগুলিতে এই সমস্যা তৈরি হয়েছে আর সাধারন গ্রাহকরা সমস্যায় পড়েছেন।

১ লা আগস্ট থেকে ৪ ( চার) তারিখ পর্য্যন্ত পরিষেবা বন্ধ থাকার আগাম নোটিশ দিয়ে জানিয়েছিল ডাকঘর কর্তৃপক্ষ। বাঁকুড়া জয়পুর উপ ডাকঘরেও বাইরে সেই নোটিশ দেওয়া হয়, নোটিশে জানানো হয় নতুন ভার্সেন আপডেট হওয়ার জন্য ১ আগস্ট থেকে ৪ তারিখ সব পরিষেবা বন্ধ থাকবে।

কিন্তু ৪ তারিখের পর ১১ তারিখ হলেও লিংক বিভ্রাটে এখনও কোন পরিষেবা চালু হয়নি ডাকঘরে। বাঁকুড়ার জয়পুর উপ ডাকঘরের সামনে দাঁড়িয়ে থাকা চাষী থেকে সাধারন মানুষ জানালেন কোন পরিষেবা পাওয়া যাচ্ছে না।

চাষের সময় না তুলতে পারা যাচ্ছে টাকা, না পাঠানো যাচ্ছে গুরুত্বপূর্ন চিঠি, এমনি এম আই এসের টাকাও তুলতে পারছে না গ্রাহকরা। সব মিলিয়ে জয়পুরে পোস্ট অফিসে এসে এখন চূড়ান্ত নাজেহাল জয়পুরবাসী। তবে শুধু জয়পুর নয় ভার্সেন আপডেট হওয়ার পর থেকে জেলা জুড়ে বিভিন্ন ডাকঘরে এই সমস্যার জেরে সব পরিষেবা বন্ধ রয়েছে বলেই খবর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *