এবারে আর কেউ মার খেয়ে বাড়ি আসবেন না এবার মার দেবার পালা বাঁকুড়ায় ফের এসে মহাগুরুর বিতর্কিত মন্তব্য তে হইচই এলাকা।

Bangla circle news

“এবারে তৃনমূলের বিসর্জন অনিবার্য,

মার খেয়ে বাড়ি আসবেন না। অনেক মার খেয়েছি এবার দেবার পালা” – বাঁকুড়ার মালিয়াড়ায় দলের কর্মীদের নিদান মিঠুন চক্রবর্তীর, পাল্টা কটাক্ষ তৃনমূলের

আজ বাঁকুড়া জেলায় রাজনৈতিক কর্মসূচী নিয়ে সফরে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এরপরই তিনি চলে যান বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে। সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দেন মিঠুন।

সেখানেই বক্তব্য রাখার ফাঁকে মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য ও বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত একসাথে লড়াই করার বার্তা দিয়ে বলেন, “আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতবো”। এরপরই দলীয় কর্মীদের নিদান দিয়ে মিঠুন বলেন, “মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেভাবে ওদের সাথে ব্যবহার করব। এতদিন তো আমরাই মার খেয়ে এলাম। এবার দেওয়ার পালা”। বক্তব্যের শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন। কিন্তু সেই ডায়লগের মধ্য দিয়েও কী মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

তৃনমূলের দাবি অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চাইছে না। নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গেছেন। মিঠুন চক্রবর্তীর ডায়লগের পাল্টা তৃনমূলের দাবি তুফান হোক বা বন্যা তা মোকাবিলা করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে।

স্টেজ স্পিচ – মিঠুন চক্রবর্তী
বাইট :- অলোক মুখোপাধ্যায় ( তৃনমূল বিধায়ক, বড়জোড়া)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *