আচমকাই কোতুলপুর বিধানসভা পরিদর্শনে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।

ঘুরে দেখলেন জয়পুর সলদা গ্রাম পঞ্চায়েতের জয়পুরের জৈব সার প্রকল্পর কাজ।

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক ষ্ট্যাণ্ডিং কমিটি ও বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একাধিক শাসক ও বিরোধী দলের বিধায়করা পরিদর্শন করলেন এলাকা, নিলেন খোঁজখবর। জয়পুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে একাধিক প্রকল্পর কাজ হয়েছে এলাকায়,কতটা উন্নয়ন হয়েছে এই কাজের ফলে কতটা সুবিধা পাচ্ছেন এলাকার মানুষ ।
তা নিজেদের চোখে দেখলেন এবং পরিদর্শন করলেন কমিটির সদস্যরা।।

তবে কাজ দেখে খুশি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক ষ্ট্যাণ্ডিং কমিটি চেয়ারম্যান অশোক কুমার দেব বরিষ্ঠ তৃণমূল বিধায়ক সহ অন্য সাতজন বিধায়ক ও বিধানসভার আধিকারিক গন সাথে ছিলেন জেলা, মহকুমা ও ব্লক স্তরের আধিকারিক গন।

ছিলেন বঙ্কিমচন্দ্র ঘোষ চাকদা বিধানসভার বিধায়ক। ছিলেন বিধায়ক শ্রী বিকাশ রায়চৌধুরী, শ্রী বিমলেন্দু সিংহ রায়। করিমপুর বিধানসভা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বরূপনগর বিধানসভার বিধায়িকা শ্রীমতি বীনা মন্ডল। ছিলেন বাগদা বিধানসভার বিধায়িকা মধুপর্না ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিভাস সরদার,বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক।উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক শ্রী নদীয়ার চন্দ্র বাউরী, উপস্থিত ছিলেন জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র, ছিলেন উপশাসক ও উপসমাহর্তা দীপাঞ্জন নস্কর, ডিসি, আই, এস. জি. পি., জয়েন বিডিও শুভজিৎ শিকারি, সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দে, জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাকির খান সহ ব্লক ও গ্রাম পঞ্চায়েত একাধিক আধিকারিক এই স্ট্যান্ডিং কমিটির এলাকা পরিদর্শনে সাথে উপস্থিত ছিলেন।
কি জানাচ্ছেন ট্রেন্ডিং কমিটির বিধায়ক থেকে বিধায়িকা ও পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অশোক কুমার দেব ,চলুন শোনাবো আপনাদের।।
বিধান সভার ষ্ট্যাণ্ডিং কমিটি সহ বিধায়কদের সাথে প্রাথমিক আলোচনা ও সম্মাননা জানান মহকুমা শাসক, বিষ্ণুপুর প্রসেনজিৎ ঘোষ মহাশয়।
Leave a Reply