আজ স্বাধীনতা দিবস থেকে ফের বাঁকুড়ায় সত্যিই কি সক্রিয় হচ্ছে মাওবাদী, পড়লো প্রতিশোধ নেবার পোস্টার, বন্ধ পালন না করলে মৃত্যুদণ্ড।

Bangla circle news

আজ স্বাধীনতা দিবসের দিন আবারো মাওবাদী আতঙ্ক শুরু হল বাঁকুড়ায়, পড়লো প্রতিশোধের পোস্টার। আতঙ্কে বাঁকুড়ার মানুষ।

নিহত মাওবাদী নেতা কিষানজী ও সিধুর বদলা নিতে মাঠে নামছে মাওবাদীরা।
আগামীকাল ১৬ই আগস্ট বন্ধের ডাক দিয়েছে মাওবাদী, বন্ধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি, শুধু তাই নয় মাওবাদী নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তির দাবি জানানো হয়েছে পোস্টারে।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তবে কি এবার ফের সক্রিয় হচ্ছে জঙ্গলমহলে মাওবাদী ?
আজ সকালের মাওবাদী নামাঙ্কিত পোস্টারে নতুন করে আতঙ্ক ছড়ালো বাঁকুড়ায়।

সত্যিই কি মাওবাদী লেখা পোস্টার নাকি রয়েছে অন্য কোন রাজনৈতিক রহস্য। তবে পোস্টার এর শেষ লাইনে লেখা সিপিআই মাওবাদী। তবে বিষয়টি স্থানীয় মানুষজন পুলিশকে জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে এসে ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে নিয়ে যায়, সত্যিই কি এই পোস্টারের সঙ্গে মাওবাদীর যোগ, নাকি অন্য কোন রহস্য রয়েছে লুকিয়ে ।

তা তদন্ত করছে পুলিশ, তবে জেলা পুলিশের ধারণা স্থানীয় কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করে থাকতে পারে ।


তবে যাই ঘটুক না কেন তদন্ত শুরু করেছে বলেই পুলিশ সূত্রে খবর।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *