দামি ব্যান্ডের কোম্পানির আলট্রাটেক সিমেন্ট কিনে ভেঙ ফেলতে হলো বাড়ির ছাদ কোথায় এমন ঘটল দেখুন, সত্যিই সিমেন্ট নাকি গঙ্গা মাটি?

Bangla circle news

টাকা দিয়ে আলট্রাটেস্ট সিমেন্ট কিনে মাথায় হাত বাড়ি মালিকের,

ছাদ ঢালাইয়ের চার দিনের মাথায় ভেঙে ফেলতে হচ্ছে একাধিক বাড়ি, ঘটনায় তোলপাড় এলাকা,

আপনিও যখন বাড়ি করেন নিশ্চয়ই দামি ব্যান্ডের সিমেন্ট কিনেন,আর সেই দামি ব্যান্ডের সিমেন্ট কিনেই মাথায় হাত পড়ে গেল বাঁকুড়ার একাধিক বাসিন্দার।

টাকা দিয়ে আল্ট্রাটেক সিমেন্ট কিনেছেন নাকি গঙ্গা মাটি সেটাই বুঝতে পারেননি বাঁকুড়ার ফুলকুসমা গ্রাম একাধিক গ্রামের বাসিন্দারা, শেষে ভেঙে ফেলতে হলো বাড়ির ছাদ।

আলট্রাটেক সিমেন্ট কিনে আপনি বাড়ি বানাচ্ছেন এখনই খুব সাবধান হয়ে যান, না হলে হতে পারে খুব বিপদ। আপনি কি জানেন আলট্রাটেক সিমেন্ট ভেতর সিমেন্ট রয়েছে নাকি গঙ্গা মাটি, আপনি নিশ্চয়ই জানেন না। জানলে টাকা দিয়ে নিশ্চয় গঙ্গা মাটি কিনবেন না। বাঁকুড়ার এই গ্রামের লোক
লাখ লাখ টাকা দিয়ে আলট্রাটেক সিমেন্ট কিনে শেষে ভেঙে ফেলতে হচ্ছে বাড়ির ছাদ, কারণ ছাদ ঢাললেও হাতের সাহায্যে উঠে যাচ্ছে বাড়ির ছাদ, ছাদের উপরে চললে ঢুকে যাচ্ছে পা, আপনি বাড়ির ছাদে চলছেন নাকি রাস্তা বা পুকুরের পাঁকে আপনি বুঝতেই পারবেন না, বাড়ির ছাদ ঢালাইয়ের চারদিনে বাঁধেনি জমাট,বাধ্য হয়ে ভেঙে ফেলতে হচ্ছে মেহনত করে রোজগার করা লক্ষ লক্ষ টাকা খরচের ছাদ।


দেখুন এমন ঘটনা কোথায় ঘটলো, এমন ঘটনা দেখে চমকে যাবেন আপনিও, তাই বলি সময় থাকতে এখনই সাবধান হয়ে যান। না হলেই মহাবিপদে পড়তে পারেন আপনিও।

তাই সিমেন্ট কিনার আগে ভালো করে যাচাই করুন সঠিক সিমেন্ট কী না সঠিক সিমেন্ট না দেখে কিনে বাড়ির ছাদ ঢাললে আপনার বাড়ির ছাদ ভেঙ্গে ফেলতে হতে পারে।
জাল সিমেন্টের কারবার ছড়িয়ে পড়েছে দোকানে দোকানে সিমেন্ট কিনলেই বিপদ, এখনই সাবধান হয়ে যান না হলে বাঁকুড়ার রায়পুর মটগোদা ফুলকুশমা ,বকশি সহ একাধিক গ্রামের বাসিন্দাদের মত হাল আপনারও হতে পারে। বাজারে ছড়িয়ে পরেছে জাল সিমেন্ট,তার প্রমাণ দেখুন হাতেনাতে।


বস্তরগায়ে দগ দগ করছে লেখা আলট্রাটেক প্রিমিয়াম। কিন্তু বাস্তবে জাল সিমেন্ট। এমন সিমেন্ট কিনা মহা বিপদে একাধিক বাড়ির মালিক। তবে অবশ্য শেষমেষ স্থানীয় দোকানদার অন্য সিমেন্ট দেবেন বলেই জানিয়েছেন। তবে সিমেন্ট কোম্পানির লোক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, তারা জানান আলট্রাটেক প্রিমিয়ার সিমেন্টের মিউচুয়াল ফাউন্ড ডিস্ট্রিবিউটর লেখা থাকলে তবেই কিনতে বলেন নচেৎ কিনবেন না বলেই জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *