বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক সংস্কারের দাবিতে বাঁকুড়ার মটগোদা এলাকায় অবরোধ বামেদের, পুজোর আগে রাস্তা মেরামতি না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

————————*————-
রাস্তা নির্মাণের ব্যপারে পূর্ত দফতরের গাফিলাতির অভিযোগ তুলে অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে সরব হল বাম কর্মী সমর্থকেরা। আজ বাঁকুড়ার রাইপুর থানার মটগোদার কাছে রাস্তা অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। অবরোধের জেরে আটকে পড়ে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যান চলাচল। পরে পূর্ত দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে পৌঁছে আস্বাস দিলে অবরোধ ওঠে। পুজোর আগে রাস্তার হাল না ফিরলে পুজোর পরে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

সম্প্রতি বাঁকুড়ার ধলডাঙ্গা থেকে ঝাড়গ্রাম যাওয়ার রাজ্য সড়ক নতুন করে নির্মাণের কাজ হয়। প্রায় ১৪০ কোটি টাকা বরাদ্দে সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয় যে ওই রাস্তায় যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনাও। পূর্ত দফতরের নজরদারির গাফিলাতির কারনেই এমন পরিস্থিতি তৈরী হয়েছে এমন অভিযোগ তুলে অবিলম্বে রাস্তাটি মেরামতির দাবিতে আজ আন্দোলন শুরু করেন স্থানীয় বাম কর্মী সমর্থকেরা।

বামেদের মধ্যে সিপিএম ও ডি ওয়াই এফ আই কর্মীরা এদিন এই ইস্যুতে বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা এলাকায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর রাইপুর থানার পুলিশ, পূর্ত দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা অবরোধস্থলে হাজির হলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পরে প্রশাসনের তরফে পুজোর আগেই ওই রাস্তা মেরামতির আস্বাস দিলে অবরোধ ওঠে। রাস্তা মেরামতির ক্ষেত্রে সমস্যার কথা মেনে নিয়েছে স্থানীয় ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের দাবি কী কারনে এত দ্রুত রাস্তাটি বেহাল হয়ে পড়ল তা নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই রাস্তায় ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছে পূর্ত দফতর। তবে পুজোর আগেই যাতে রাস্তাটি মেরামত করা যায় সে ব্যাপারে পূর্ত দফতরকে জানানো হয়েছে।
Leave a Reply