স্থানীয় এলাকায় পুজো সেরে রাস্তা পার হতে গিয়ে ১২ চাকা লরির ধাক্কায় প্রাণ গেল এক পুরোহিতের।

আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বাঁকুড়ার কোতুলপুর কোপার মোড় সংলগ্ন এলাকায় ১২ চাকা লরির ধাক্কায় প্রাণ গেল বছর ষাটের এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাসবিহারী চক্রবর্তী বাড়ি কোতুলপুর থানার গোগরা গ্রামে বলেই খবর। ঘাতক লরিটিকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার কোতুলপুর থানার গোগরা বাইপাস মোড় এর কাছে এক ব্যক্তি সাইকেল রেখে রাস্তা পার হচ্ছিলেন, সেই সময় একটি ১২ চাকা লরি সজোরে ধাক্কা মারে। সাথে সাথেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। সাথে সাথেই ছুটে আছেন এলাকার মানুষজন, খবর দেওয়া হয় কোতুলপুর থানায়, কোতুলপুর থানার পুলিশ দ্রুত এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পরে ওই দেহটিকে কোতুলপুর থানায় নিয়ে যায়, সাথে কোতুলপুর থানার পুলিশ ওই ঘটক লরিটিকে আটক করে এবং কোতুলপুর থানায় নিয়ে যায়।
কিভাবে ঘটল দুর্ঘটনা তা তদন্ত করছে কোতুলপুর থানার পুলিশ। কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের।।

Leave a Reply