আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস আর সেই দিবস উপলক্ষে বাঁকুড়া ভিডিও এন্ড স্টিল ফটোগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন বাঁকুড়া জয়পুরে।

যাদের ক্যামেরার ছবিতে ফ্রেমবন্দি করে আপনার ছবি তাদেরও এবার অভিনব উদ্যোগ তাদের ছবি তুলে ধরলাম এবার আমরা।
তারাও বুঝেন বিশ্বে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, পরিবর্তন হচ্ছে আবহাওয়া। তাই তারা বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ দেখা গেল বাঁকুড়ার জয়পুরে।
করলেন বৃক্ষরোপোন ও বৃক্ষদান কর্মসূচি।

একটাই উদ্দেশ্য একটাই দান, গাছ লাগান প্রাণ বাঁচান।
আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুর বনদপ্তর এর ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গা দাস ও জয়পুর থানার সেকেন্ড ইনচার্জ আবির কুমার পাইন ও জয়পুর বি ডি ও স্যার দেবজ্যোতি পাত্র মহাশয়ের প্রতিনিধি মুজিবর কাজী ও বাঁকুড়া জেলা বিশিষ্ট বরশিয়ান সাংবাদিক গোপাল রায় সহ জয়পুর ও কোতুলপুর ট্রাফিক পুলিশের আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু জনগণ তাদের প্রত্যেককে চন্দনের ফোটা ও একটি করে গাছ উপহার দেয়া হয়। এবং বার্তা দেয়া হয় গাছ লাগান প্রাণ বাঁচান।

এই অনুষ্ঠানকে নিয়ে কি জানাচ্ছেন জয়পুর বনদপ্তরের রেঞ্জ অফিসার দুর্গাদাস ও জয়পুর বিডিও স্যার এর প্রতিনিধী মুজিবর কাজী চলুন শোনাবো আপনাদের।
Leave a Reply