মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও বীরভূম বোলপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল একজনের।

আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বীরভূম বোলপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক নাবালিকা ছাত্রীর।
স্থানীয় সূত্রে খবর বোলপুর শহরে বেপরোয়া ভাবে ভারী যান চলাচলের জন্য অকালে প্রাণ গেল এক নাবালিকার। ব্যস্ততম শহরে সন্ধের সময় রাস্তায় ভিড় থাকে প্রতিদিন আর সেই ভিড়ের মাঝে বেপরোয়া ভাবে একটি গ্যাসের গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে টোটো চালকে ধাক্কা মারে, টোটো চালক এবং যাত্রীরা বেঁচে গেলেও সাইকেল আরোহী নাবালিকা ছাত্রীকে সজরে ধাক্কা মারে ওই গ্যাসের ভর্তি ট্রাকটি। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সেখানেই, মৃত্যু হয় তার।
স্থানীয় সূত্রে জানা যায় মেয়েটির নাম অর্পিতা বাউড়ি (১৬) ঘটনাস্থলেই মারা যায়।

এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বোলপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। এবং দুর্ঘটনাগ্রস্থ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই ওই দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহাকুমা হসপিটালে রাখা হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ প্রশাসন ।

তবে এই ঘটনার যেরে প্রশ্ন তুলে স্থানীয় মানুষজন ,এইভাবে দিনের পর দিন দুর্ঘটনায় বোলপুর শহরে মানুষের ঘুম কেড়ে নিয়েছে সকলের খুবই চিন্তিত রয়েছে ওই এলাকার মানুষ।
একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে কেন প্রশ্ন তুলে এলাকার মানুষ।
স্থানীয় মানুষের আবেদন প্রশাসনের কাছে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেই দিক খেয়াল রাখার অনুরোধ জানান।
বীরভূম বোলপুর থেকে কাজী আমীরুল ইসলামের রিপোর্ট bcn বাংলা।
Leave a Reply