WBJEE ফলাফল ও ভর্তি দাবিতে ABVP-র আন্দোলনে পুলিশের গুন্ডামী! আটক ৮ ABVP সদস্য।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর ডাকা DM অফিস অভিযান ঘিরে উত্তেজনা বাঁকুড়ায়। WBJEE পরীক্ষার ফলাফল প্রকাশ ও কলেজে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবিতে আজ ABVP কর্মীরা বাঁকুড়া জেলা শাসকের দফতরে অভিযানে সামিল হন।

কিন্তু জেলা শাসকের অফিস চত্তরে ঢোকার মুখেই পুলিশ তাদের বাধা দেয়। অভিযোগ, মিছিল আটকাতে গিয়ে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি হয়। পুলিশ আটজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না শুনে সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলন দমন করতে চাইছে। পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ABVP।
উল্লেখ্য, WBJEE পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই জট তৈরি হয়েছে। এদিনের ঘটনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ল।
Leave a Reply