তবে কি জেলার দুই লোকসভায় ব্লক সভাপতি পরিবর্তন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের? কোন জেলায় হতে পারে দেখুন বিস্তারিত।

Bangla circle news

এবারে তৃণমূল নেতারা পেতে চলেছে যেমন কর্ম তেমন ফল,

পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন ছাড়া তৃণমূল কংগ্রেসের কোন পদে থাকা যাবে না, করা বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি।

বিগত লোকসভা নির্বাচনের ফলাফল সামনে রেখেই শুক্রবার কামাক স্ট্রীটে ২ লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতা ও নেতাদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা ভোট নিয়ে জেলাভিত্তিক আলোচনা এ দিনের আলোচনায় ছিলেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সি।


তবে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মিলিয়ে ভোটের ব্যবধানে বিজেপি এক শতাংশের কম ব্যবধানে এগিয়েছিল। তবে এই পরিসংখ্যান তুলে ধরে বৈঠকে আসা তৃণমূল নেতৃত্বকে সতর্ক করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এখন থেকে সতর্ক হতে হবে প্রচার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলি। পৌঁছে দিতে হবে মানুষের কাছে।।
তা না হলে এই সামান্য ব্যবধানে ভবিষ্যতের লড়াইয়ের বড় ভূমিকা নেবে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলায় সাংগঠনিকভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে সকলকে। যেসব এলাকায় এখনো কাজ বাকি রয়েছে সেখানে প্রাধান্য দিতে হবে। দলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে, দলের পুরনো নতুন কর্মীদের গুরুত্ব আরো বেশি করে দিতে হবে। মানুষের সমস্যার কথা শুনতে হবে, ও বাস্তবে যে সমস্যাগুলি রয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে বলেই স্পষ্ট জানিয়ে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts