এই কৌশিকই অমাবস্যাতে কেন মানুষ ছুটে যাচ্ছে তারাপীঠ, কেন এত পুজো দেয়ার হিড়িক? আজ কত মানুষের ভিড় হল এলাকায় দেখুন বিস্তারিত।

Bangla circle news

আজ কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল নামল বীরভূম তারাপীঠ মন্দির চত্বর

আজ কৌশিকী অমাবস্যা। ভোর থেকে ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর। ফুল, আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছে দেবীর আঙিনা। সকালবেলায় মা তারার স্নান ও মঙ্গলারতির পর খুলে যায় গর্ভগৃহ।

সকাল ১১টা ৫৫ মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি। সন্ধেবেলা দেবীর রাজবেশে আরাধনা ঘিরে বাড়বে আয়োজন। ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো-আরতি দেখার ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ।

অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি। মন্দির চত্বরে এবং জনবহুল মোড়ে রয়েছে ১০টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে রয়েছে ২,৭০০ পুলিশ কর্মী। নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার্থে ২১টি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে।

ভক্তদের ঢল, আধ্যাত্মিক আবহ, আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারাপীঠে।

কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts