বারবিশায় উদ্ধার কুড়ি লক্ষের বার্মাটিক, বাজেয়াপ্ত কন্টেনার।

বড়সড় সাফল্য বনদপ্তরের ভল্কা রেঞ্জের, চা পাতার আরালে বার্মাটিক পাচার রুখে দিল বনকর্মীরা। কুমারগ্রাম ব্লকের ২৭ নং জাতীয় সড়কের বারবিশা শান্তিবন এলাকায় আটক বার্মাটিক বোঝায় কন্টেনার। গোপন সূত্রের খবর ছিল বনকর্মীদের কাছে আসাম থেকে উত্তরপ্রদেশে পাচার করা হবে বার্মাটিক কাঠ, সে মতো শনিবার সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশ নাম্বারের কন্টেনার গাড়িটি আসামের সীমানা পার করে

পশ্চিমবঙ্গের সীমানায় প্রবেশ করে। গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় বনকর্মীরা। বেশ কয়েকটি চা পাতার বস্তা দিয়ে ঢাকা ছিল বহু মূল্যবান কাঠগুলি। গাড়িটিকে আটক করে ভল্কা রেঞ্জ অফিসে নিয়ে আসে বনকর্মীরা। তবে সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ি চালক। উদ্ধার হয়েছে আনুমানিক ৬০০ ঘনফুট বার্মাটিক কাঠ। যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষের বেশি।

ভল্কা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে দশ চাকার ইউ পি
নাম্বারের কন্টেনার গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সুনির্দিষ্ট ধারায় মামলা করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।
Leave a Reply