আচমকায় ভেঙে পড়ল শালী নদীর উপর তৈরি হওয়া দীর্ঘ দিনের ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটা গ্রামবাসীরা কোথায় এমন ঘটল জানেন? আর কখনই বা এই ব্রিজ তৈরি হয়েছিল দেখুন বিস্তারিত।।

Bangla circle news

আচমকা ভেঙে পড়ল ভৈরবডাঙ্গায় শালীনদীর উপর কজওয়ে।

আজ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রামপঞ্চায়েতের ভৈরবডাঙ্গায় শালীনদী ব্রিজ হঠাৎ ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ব্রিজটি ছিল জগন্নাথপুর, গরিববাটি, রাউতরা সহ একাধিক গ্রামের মানুষের একমাত্র সড়ক যোগাযোগের ভরসা। ফলে এক ঝটকায় বহু গ্রাম মূল সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই ঘটনায় গ্রামবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে রোগী পরিবহন ও স্কুল পড়ুয়াদের যাতায়াতে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বড়জোড়ার সঙ্গে যোগাযোগের জন্য এই ব্রিজ ছিল একাধিক শর্টকাট রাস্তায় প্রধান ভরসা।

ভেঙে যাওয়া ব্রিজ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভোগান্তিতে জর্জরিত মানুষ দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন প্রশাসন ও সরকারের কাছে।

এলাকার মানুষের কাতর আবেদন—যাতে অবিলম্বে বিকল্প ব্যবস্থা ও দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করা হয়, না হলে সমস্যার গভীরতা আরও বাড়বে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts