স্বয়ং মা জঙ্গলে মাঝে শিশুর খেলা রূপে দর্শন দিয়েছিলেন মল্ল রাজাকে,আর তখন থেকেই গ্রামে হয়ে আসছে কাদা খেলা উৎসব, কোথায় এমন ঘটনা ঘটেছিল জানেন দেখুন বিস্তারিত।

Bangla circle news

কাদা খেলা উৎসবে মেতে উঠল বাঁকুড়ার জয়পুরের মানুষ।


বাঁকুড়া জয়পুর বৈতল ঝগর ভঞ্জনি মায়ের কাদা খেলা উৎসব বহু প্রাচীন ইতিহাস বিজড়িত,শুরুটা হয়েছিল আজ থেকে সেই মল্লরাজার আমল থেকে, তখন থেকে আজও রীতিনীতি মেনে করে আসছেন গ্রামের মানুষ।

এই কাদা খেলার ইতিহাস রয়েছে অনেক, স্বয়ংক মা ঝগর ভঞ্জনি দেবী এই কাদা খেলা শুরু করেছিল, তারপর মল্লরাজ স্বয়ং নিজে, তখন থেকেই বৈতল ঝগড়ায় মন্দির প্রাঙ্গন এলাকায় তখন থেকেই চলে আসছে এই কাদা খেলা উৎসব।

বাচ্চা থেকে বুড় কচিকাঁচা থেকে গ্রামের মহিলা শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ এই এই কাদা খেলা উৎসবে মেতে থাকেন। প্রতিবছর এই বিজয়া দশমীর দিন কাদা খেলা উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। সাত পুকুরের জল একত্রিত করে চলে এই কাঁদা খেলা খেলা, খেলার শেষে সেই জলই নিয়ে যায় বাড়িতে কারণ এই জল বাড়ির সকল প্রাণীর গায়ে ছিটিয়ে দিলে রোগ নিরাময় হয়। এমনটাই বিশ্বাস করেন এই গ্রামের মানুষ। কি জানাচ্ছেন ঝগর ভঞ্জনী মায়ের পুরোহিত থেকে গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের।।

রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts