কল আছে সজল I ধারার, জল নেই। জল যদিও আছে তাও আর দুর্গন্ধ।

Bangla circle news

কল আছে সজল I ধারার, জল নেই। জল যদিও আছে তাও আর দুর্গন্ধ
হ্যাঁ এমনই দৃশ্য ধরা পরল বীরভূম জয়দেব ইলামবাজার কেন্দুলি গ্রামে, ঠিক এমনই ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের অধীনে সজল ধারা প্রকল্প কল বসানো হয় কিন্তু জল নেই। যদিও বা কল থেকে যেটুকু জল বের হয় তাও আবার দুর্গন্ধযুক্ত। খাওয়ার উপযুক্ত জল নয়। জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অধীনে দুই থেকে তিনটি গ্রামের মানুষ এমন ভাবেই জল সমস্যায় সম্মুখীন হয়েছে।সজল ধারা প্রকল্প পাইপলাইন দেওয়া হয়েছিল ঘোটা করে উদ্বোধন করা হয় কিন্তু উদ্বোধনের সময় সামান্য কিছু জল বের হলেও সেই জল খাওয়ার উপযুক্ত ছিলনা। এর পূর্বে আমরা খবর করেছি। তাতেও পিএই ই ডিপার্টমেন্টের কোন হেল দোল নেই, গ্রামের মানুষ বারবার জানালেও কোন ফলাফল পাওয়া যায়নি।সজল দ্বারা ঘোষণা করেই ছুটি? এ যেন মগের মুলুক? আসি যায় মাইনা পাই। কিন্তু পরিষেবা কই? ঠিক যেমন অবস্থা বীরভূমের বাঘ কেষ্ট রয়েছে তাও আবার জেলে, জেলে রয়েছে বটে বের হচ্ছে একের পর এক কেলেঙ্কারি, ঠিক যেমন গ্রামের সজল ধরার অবস্থা। গ্রামের মানুষের জলের অসুবিধা নিয়ে জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত প্রধান মুনমুন লাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান পিএইচ ই ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। কবে স্বচ্ছ সুন্দর জল পাবে সজল ধারায় সেটাই অপেক্ষার বিষয়। তবে সাধারণ মানুষ বীরভূমের বাঘ নামে পরিচিত তৃণমূলের, এলাক এলাকার মানুষের কেষ্ট কে নিয়ে হাসি তামাশা করে বলেন বীরভূমের কেষ্ট নেই জল নেই তাই মনে হয় সজল ধরার কল বাগানোর হেল দল নেই গ্রাম পঞ্চায়েতের।

জয়দেব কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *