দেশীয় পদ্ধতিতে এবার গাড়ি ছুটবে বিনা পেট্রোলে।

Bangla circle news

দেশীয় পদ্ধতিতে এবার গাড়ি ছুটবে বিনা পেট্রোলে। অবাক করা আবিষ্কার বাঁকুড়ার ছেলে মনোজিতের
এক অবাক কর ঘটনা দেখা গেলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে, এবার গাড়ি ছুটছে পেট্রোল বা ডিজেল নয় একেবারে সোলার সিস্টেমে, হ্যাঁ ঠিকই শুনেছেন।রাস্তায় সোলার চালিত গাড়ি চালিয়ে তাক লাগালেন বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গার বাসিন্দা মনোজিৎ মন্ডল। আস্ত একটি ন্যানো গাড়িকে সম্পূর্ণ সোলার কার বানিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পেশায় তিনি ব্যাবসায়ী ।

বিন্দুমাত্র পেট্রোল প্রয়োজন হয় না এই গাড়িতে। এমনকি কোনো ইঞ্জিন ছাড়াই চলছে গাড়ি। গাড়ির রানিং কস্ট শুনলে আপনিও অবাক হবেন। মাত্র ৩৫ থেকে ৪০ টাকায় ১০০ কিলোমিটার চলে এই পেট্রোল বিহীন “সোলার কার”।লাল টুকটুকে এই সোলার গাড়িটি এখন বাঁকুড়ার মেকানিক্যাল আইকন ।বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে, আর দগ্ধ হচ্ছে সাধারণ মানুষ। এমন সময় সৌরশক্তি চালিত গাড়ি বানিয়ে গোটা বিশ্বকে নতুন দিশা দেখাচ্ছেন বাঁকুড়ার মনোজিৎ মন্ডল। আর একটা কথা বেশ কয়েক বছর আগে সাইকেলে ব্যাটারি লাগিয়ে ব্যাটারি চালিত বিনা পেটেল ছাড়াই চলত সাইকেল। পরবর্তীকালে মোটরসাইকেলে তেল ছাড়াই ব্যাটারি চালিত মোটরসাইকেল তৈরি করেছিল এই মনোজিৎ মন্ডল তারপর আস্তে আস্তে উপর দিকে চিন্তাভাবনা উপরের দিকে ওঠা এখন তো একেবারে একটা আস্ত চারচাকা তৈরি করে ফেলল সোলার সিস্টেম গাড়ি। পেট্রোল ছাড়াই চলছে। বাঁকুড়া জেলা জুড়ে দাপিয়া বেড়াচ্ছে এই সোলার চালিত গাড়িটি তা দেখতেই অনেকে ছুটে আসছে মনোজিৎ বাবুর দোকানে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *