জঙ্গলমহলের হাত ধরে সারা রাজ্যেই ঘটবে কি উলাট পুরান

Bangla circle news

জঙ্গলমহলের হাত ধরে সারা রাজ্যেই ঘটবে কি উলাট পুরান
আগামী দিনে সাগরদীঘির পথ অনুসরণ করবে জঙ্গলমহল?

তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান কি তারই ইঙ্গিত!

পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে শক্তি বাড়ালো কংগ্রেস। শাসক দল তৃণমূলের কিছুটা শক্তি ক্ষয়। কংগ্রেস জেলা সভাপতির হাত ধরে ৭০ টি পরিবার কংগ্রেসে যোগ দান করল এমনটাই দাবি । আর এই যোগদানের ফলে কংগ্রেসের জঙ্গলমহলে ভোটের আগে অনেকটাই অক্সিজেন বৃদ্ধি পেল তা বলার অপেক্ষা রাখে না।

বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭০ টি পরিবার যোগ দিয়েছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের। আর এই যোগদানের ফলে পঞ্চায়েত ভোটে যে বড়সড় প্রভাব পড়বে এমনটাই মনে করছেন রাজনৈতিক একাংশ। যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ঢেকো অঞ্চল সম্পাদক চন্দন দন্ডপাট, ঢেকো অঞ্চল কমিটির প্রাক্তন চেয়ারম্যান রোহিত সিং, প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাপস মন্ডল এবং তৃণমূলের নেতা ভোলানাথ নন্দী সহ ৭০ টি পরিবার। ঢেকোর বকসী বাজারে এই যোগদান কর্মসূচী শনিবার বিকালে। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য ও বাঁকুড়া জেলা কংগ্রেসের সভাপতি নীলমাধব গুপ্ত, প্রদেশ কংগ্রেস সদস্য ও পঞ্চায়েত নির্বাচনের কো-অর্ডিনেটর নয়ন দাস চক্রবর্তী, রাইপুর ব্লক কংগ্রেস সভাপতি অশোক কাহার, প্রদেশ কংগ্রেস সদস্য ও জেলা কংগ্রেসের সহ-সভাপতি সদস্য শক্তি বিশ্বাস, বাঁকুড়া জেলা কংগ্রেসের ও পঞ্চায়েত নির্বাচনের সদস্য টি এস পাত্র।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য তৃণমূলের সমস্ত স্তরেই এখন দুর্নীতি আর যার ফলে তৃণমূল থেকে মুখ ফিরালেন শতাধিক কর্মী। আজ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের শতাধিক কর্মী।
প্রসঙ্গত তৃণমূল ব্লক নেতৃত্ব ও ব্লক প্রশাসন পুরোটাই দুর্নীতিগ্রস্ত তাই এই দলে থাকার কোন মানেই নেই স্বচ্ছ দল জাতীয় কংগ্রেস তাই কংগ্রেসের পতাকা ধরে দল ছাড়লাম দাবি তৃণমূল কর্মীর।

শনিবার বিকেলে বকসী বাজারে কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি নীলমাধব গুপ্তের নেতৃত্বে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করা, যদিও এ নিয়ে তৃণমূল ঢেকো অঞ্চল সভাপতি পুলক সিং দাবি করেন এরা তৃণমূলের কেউ নয়। কখনো ছিল না। এরা বিজেপি করতো বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। তবে এই যোগদান নিয়ে তৃণমূলের দাবী, যোগাদনকারীরা তৃণমূলের কেউ নয়, তারা বিজেপির লোক।

তাহলে কি রাইপুর ব্লকে আগামী দিনে বাম কংগ্রেস জোটের শক্তি পঞ্চায়েত ভোটে ক্ষমতা দখল করবে, না ফলাফল শাসকের পক্ষে হবে তা বলবে আগামী ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *