দুয়ারে গিয়ে বন প্রতিমন্ত্রী হাতির আক্রমণে আহত মৃত ব্যক্তিদের খবর না নিলেও হাতি পৌঁছে গেছে দুয়ারে।
নিজস্ব প্রতিবেদন:-
জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানার নিগুইয়ের জঙ্গলে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ রবিবার দুপুরে জঙ্গলে প্রতিদিনের মতো পাতা তুলতে যান আর এই পাতা তুলে রুজি রোজগার। আর পাতা তুলতে যাওয়ায় কাল হলো ওই মহিলা হাতির আক্রমনে মৃত্যু হয় বলেই খবর। মৃতের নাম দৈমন্তি মাহাতো বয়স ২৪ বড় নিগুই গ্রামের বাসিন্দ।
তবে হাতির আক্রমণে মৃত্যু নতুন কিছু ঘটনা নয়, প্রায় দিনই হাতির হানায় মৃত্যু ঘটছে ঝাড়গ্রাম জেলায়। এবার হাতে মৃত্যু হল বন প্রতিমন্ত্রী বাড়ি ঢিল ছড়া দূরত্বে। হাতির খবর হয়তো তুমি পেয়েছেন তবুও গেলেন না পরিবারের সাথে দেখা করতে, তার সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোনটি সুইচড অফ বলে। তবে তিনি কথা দিয়েছিলেন হাতির মৃত্যুর খবর নিতে বাড়ি বাড়ি যাবেন এই নিয়ে চারবার হাতির মৃত্যুর ঘটনা ঘটলো কিন্তু একবারের জন্য গেলেন না বাড়িতে দেখা করতে ক্ষোভে খুঁজছেন এলাকার মানুষ হাতি মৃত্যুর ঘটনা নিয়ে বারবার এলাকার মানুষ পথ অবরুদ্ধ করেছেন। বণদপ্তর হাতির গতিবিধির উপর নজর রাখছেন তা সত্ত্বেও এই মর্মান্তিক ঘটনা ঘটেই চলেছে।
দুয়ারে গিয়ে বন প্রতিমন্ত্রী হাতির আক্রমণে আহত মৃত ব্যক্তিদের খবর না নিলেও হাতি পৌঁছে গেছে দুয়ারে।

Leave a Reply