সমবায় সমিতির জায়গার উপর জোর করে বাড়ি করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরূদ্ধে।ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের জগন্নাথপুর এলাকায়
জানা যায় সমবায় সমিতির
পরেথাকা জায়গার উপর বাড়ি তৈরির অভিযোগ উঠলো এক ঔষধ দোকান দারের বিরুদ্ধে, ঔষধ দোকানের নাম দিলীপ দিয়াসী বাড়ি জগনাথপুর এলাকায়। জানা যায় কয়েকদিন আগে সমবায় সমিতির জায়গার উপর তিনি ওষুধ দোকানের ব্যবসা বাড়ানোর জন্য বাড়ি করছেন। তিনি মৌখিকভাবে জানিয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের তিনি অবশ্য কোন ব্যক্তির নাম উল্লেখ করতে চাইনি। প্রশ্ন উঠছে কিভাবে অপরের জায়গার উপর অবৈধভাবে বিনা অনুমতিতে বাড়ি করতে পারেন? তবে অবশ্য সমবায় সমিতির ম্যানেজার তিনি বলেন আমরা বাড়ি তৈরির কাজ শুরু করতেই বারণ করি, জোর করে বাড়ি করার বিষয়টি তিনি পঞ্চায়েতের প্রধান কেউ লিখিত আকারে জানিয়েছেন বলেই জানান তবে ঔষধ দোকানদার তিনি বলেন সিপিএমের আমলে পুরো জায়গাটি নিয়ে নেবার কথা বলেছিলেন সিপিএমের নেতৃত্ব,তখন টাকা-পয়সার অভাবের জন্য করতে পারেননি। তাই তিনি এই কাজ করেছেন তবে অবশ্য তিনি বলেন কেবলমাত্র পায়খানা ঘরের চেম্বারের পজিশন মত জায়গা তিনি নিয়েছেন বলেই জানান। কাজ বন্ধ রেখেছি আমাকে বন্ধ করতে বলা হয়েছে, তাই বন্ধ করেছি। কিন্তু কথার সাথে কাজের কোন মিল নেই এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরাই। মুখে এক কথা বললেও ছবিতে কিন্তু অন্য কথা বলছে। তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সাথে সাথে বিষয়টি জগন্নাথপুর পঞ্চায়েত ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কে বিষয়টি জানায়, জানার সাথে সাথেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন এবং কাজ বন্ধ করিয়ে দেন তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন অবৈধ নির্মাণ কোনদিনই মেনে নেবে না ।আগামী দিনে কোনরকমের অবৈধ নির্মাণ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং করতে দেবেন না বলেই তুমি জান। এখন দেখার বিষয়, অঞ্চল সভাপতি কথামতো তিনি কোথা দিয়ে কোথায় রাখতে পারেন কিনা না,না অবৈধ নির্মাণ হয় তার দিকে তাকিয়ে এলাকার মানুষ।
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডু রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
Leave a Reply