বক টুই গণহত্যা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলে বামফ্রন্টের মিছিল।
বগটুই গণহত্যা এক বছর পূর্ণ হল সেই উপলক্ষে রাজ্য ও কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধি নীতি বেসরকারিকরণ ও সন্ত্রাসের প্রতিবাদে মিছিল করল বামেরা এই মিছিলে পাম মিলনের অগণিত সাধারণ মানুষ। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে শাসক দলের দুর্নীতি ততো হাইকোর্টের রায় জনসমক্ষে চলে আসছে আর মুখ ফিরাচ্ছে শাসক দলের দিকে সেই মুখ ফিরিয়ে নিয়ে একের পর এক সাধারন মানুষ ফিরছে লাল ঝাণ্ডার দিকে। বীরভূম তো আর ভাগ্নি, যে বাঘের ভয় মানুষ মিছিলে হাঁটবে না বাঘ নেই তাই সাধারণ মানুষ রাস্তায় বের হচ্ছে। আর জনসম্মুখে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করছেন সাধারণ মানুষ এক কথায় বলা যেতে পারে বোবার বলি ফুটেছে। তবে অবশ্য সিপিএম নেতৃত্ব তারা দাবি করছেন বক দুই গণহত্যা সহ একাধিক দাবি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই মিছিল হয় বলে জানিয়েছেন ইলামবাজার ব্লক সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক ওয়াসিফ ইকবাল। আগামী পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বামফ্রন্ট তাদের কর্মীদের চাঙ্গা করতে এই মিছিল তবে জিহাদের সিপিএম একের পর এক মিটিং মিছিল করছে তাতে করে বাড়তি অক্সিজেন পাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
জয়দেব কেন্দুলী থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
Leave a Reply